ভারত বনাম বাংলাদেশ সাদা বলের সিরিজ় অগস্টে। সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। স্বাধীনতা দিবসের পরেই বাংলাদেশ যাবে ভারতীয় দল। মিরপুর এবং চট্টগ্রামে হবে ছ’টি ম্যাচ। কবে, কোথায় খেলবে দুই দল?
১৭ অগস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় শুরু ভারতের। প্রথম ম্যাচ মিরপুরে। এক দিনের ক্রিকেট দিয়ে শুরু হবে সিরিজ়। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। দ্বিতীয় এক দিনের ম্যাচও মিরপুরে। ২০ অগস্ট হবে সেই ম্যাচ। সিরিজ়ের শেষ ম্যাচ ২৩ অগস্ট। চট্টগ্রামে হবে সেই ম্যাচ।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি সিরিজ় শুরু হবে ২৬ অগস্ট থেকে। প্রথম ম্যাচ চট্টগ্রামে। পরের দু’টি ম্যাচ মিরপুরে। ২৯ এবং ৩১ অগস্ট হবে সেই দু’টি ম্যাচ।
বাংলাদেশের বিরুদ্ধে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারে ভারত। জুন মাসে ইংল্যান্ডে টেস্ট সিরিজ় খেলতে যাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেখান থেকে ফিরে জসপ্রীত বুমরাহদের বিশ্রাম দিতে পারে বোর্ড। বাংলাদেশে পাঠানো হতে পারে তরুণ ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের দেখে নেওয়ার পরিকল্পনা করতে পারে বোর্ড।