আইপিএলের ছোট নিলাম হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি। তার আগে শনিবার দলগুলিকে জানিয়ে দিতে হবে, তারা কোন কোন ক্রিকেটারকে আগামী মরসুমের জন্য ধরে রাখবে। তার উপর নির্ভর করবে নিলামের দিন কোন দল ক্রিকেটার নেওয়ার জন্য কত টাকা খরচ করতে পারবে।
আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজ়িই দলে পরিবর্তন করতে পারে। দেশ-বিদেশের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হতে পারে। হয় তাঁদের ছোট নিলামে আগের চেয়ে কম দামে আবার কিনে নেওয়া হবে। অথবা তাঁদের পরিবর্তে অন্য ক্রিকেটারকে দলে নেবেন ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষেরা। গত বার আইপিএলে ভাল পারফর্ম করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্সকে ক্রিকেটার ছাড়তে হবে হিসাব করে। অন্য দিকে ভাল ফল করতে না পারা কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষের কাজটা কঠিন। দলে বড় রদবদল করতে পারেন তাঁরা। সব কিছুই করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে।
রিটেনশনের নিয়ম
ছোট নিলামের আগে কত জনকে ধরে রাখা যাবে তার কোনও নির্দিষ্ট সংখ্যা নেই। দলগুলি যত জন ইচ্ছা ঘরোয়া, দেশি ও বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারে। যাঁদের ছেড়ে দেওয়া হবে তাঁরা নিলামে নামবেন। ছোট নিলামে কোনও ‘রাইট টু ম্যাচ কার্ড’ নেই। তবে দলগুলিকে নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটার রাখতেই হবে। প্রতি দলে সর্বনিম্ন ১৮ থেকে সর্বাধিক ২৫ জন ক্রিকেটার থাকতে পারে। প্রতিটি দলের হাতে মোট ১২০ কোটি টাকাই থাকবে। যে ক্রিকেটারদের ছাড়া হবে তাঁরা যে টাকা পেতেন তা দলের পার্সে জুড়ে যাবে। অর্থাৎ, যে দল যত বেশি দামের ক্রিকেটার ছাড়বে, সেই দল তত বেশি টাকা নিয়ে নিলামে নামবে।
ধরা যাক কেকেআরের কথা। দলে এখন ২১ জন ক্রিকেটার রয়েছেন। কর্তৃপক্ষের হাতে রয়েছে ৫ লাখ টাকা। এই টাকায় কোনও ক্রিকেটার কেনা সম্ভব নয়। নতুন ক্রিকেটার নিতে হলে কেকেআর কর্তৃপক্ষকে খেলোয়াড় ছাড়তেই হবে। কেকেআর বেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিলে কর্তৃপক্ষের হাতে ২৩ কোটি ৭৫ লাখ টাকা আসবে। সব মিলিয়ে কেকেআর কর্তৃপক্ষের হাতে থাকবে ২৩ কোটি ৮০ লাখ টাকা। সেই টাকায় মোট পাঁচ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে কেকেআর।
তালিকা প্রকাশের পরেও দলে হতে পারে বদল
১৫ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার মানে এই নয় যে, তাদের দলে রাখতেই হবে। ১৫ নভেম্বর থেকে নিলামের আগে পর্যন্ত দু’দলের মধ্যে ক্রিকেটার অদল-বদল করা যাবে। অর্থাৎ, এক ক্রিকেটারকে দিয়ে তাঁর বদলে এক বা একাধিক ক্রিকেটার নেওয়া যাবে। সেটা নির্ভর করছে সংশ্লিষ্ট দুই দলের উপর। আবার দুই দল চাইলে একে অপরের কাছ থেকে টাকার বিনিময়ে সরাসরি ক্রিকেটার কিনতে পারবে। সে ক্ষেত্রে সেই ক্রিকেটারের নাম নিলামের তালিকায় থাকবে না।
ছোট নিলাম কবে
এখনও চূড়ান্ত দিন ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূত্রের খবর, এ বারের ছোট নিলামও হতে পারে বিদেশে। এগিয়ে রয়েছে আবু ধাবি। আইপিএলের গত দু’টি নিলাম হয়েছে দুবাই এবং জেড্ডা। ১৫ বা ১৬ ডিসেম্বর নিলাম হতে পারে। বিদেশে সম্ভব না হলে মুম্বইয়ে হবে ছোট নিলাম।
সরাসরি সম্প্রচার
আইপিএলের রিটেনশন এবং ছোট নিলাম দুটোই সরাসরি সম্প্রচার হবে টেলিভিশনে। ফলে কোন দল কাদের ধরে রাখবে বা ছেড়ে দেবে তা ঘোষণার সঙ্গে সঙ্গে জানতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। তেমনই তাঁরা সঙ্গে সঙ্গে জানতে পারবেন কোন দল নতুন কোন ক্রিকেটারকে দলে নিল। স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে দেখা যাবে অনুষ্ঠান।