প্রতি বারের মতোই লোকেশন দেখে নির্দিষ্ট স্থান থেকে যাত্রীদের তুলতে পৌঁছে গিয়েছিলেন ক্যাবচালক। নির্দিষ্ট জায়গায় ক্যাব নিয়ে গিয়ে কয়েক মিনিট অপেক্ষার পর একে একে তিন যাত্রী গাড়িতে ওঠেন। তাঁদের দেখে চমকে যান চালক। বিস্ময়ে প্রায় বাক্রুদ্ধ হয়ে যান।
অ্যাডিলেডের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ক্যাবচালকের গাড়িতে উঠে বসে পড়েন তিন যাত্রী। এমন যাত্রী তিনি আগে কখনও পাননি। পিছনের এবং পাশের আসনে বসা যাত্রীদের বার বার দেখতে থাকেন। ঠিক দেখছেন কি না, বোঝার চেষ্টা করেন। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ওই তিন যাত্রীর নাম ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ এবং যশস্বী জয়সওয়াল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ খেলতে অ্যাডিলেডে ছিল ভারতীয় দল। জুরেল, প্রসিদ্ধ এবং যশস্বী ঘুরতে বেরোন। মোবাইলের অ্যাপ থেকে ক্যাব বুক করেন তাঁরা। ভারতীয় ক্রিকেটারদের চিনতে ভুল করেননি ওই চালক। প্রাথমিক বিস্ময় কাটিয়ে গন্তব্যের দিকে গাড়ি নিয়ে রওনা দেন তিনি। গন্তব্যে পৌঁছোনোর পর যশস্বীদের শুভেচ্ছা জানান। তিন ক্রিকেটারের সঙ্গে সৌজন্য বিনিয়মের ভিডিয়োও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন উচ্ছ্বসিত ক্যাবচালক।
আরও পড়ুন:
বৃহস্পতিবার দ্বিতীয় এক দিনের ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছেন শুভমন গিলেরা। তিন ম্যাচের সিরিজ়ে ০-২ ব্যবধান পিছিয়ে গিয়েছে ভারত। সিরিজ় জয়ের আর সুযোগ নেই। বৃহস্পতিবারের ম্যাচের পর তিন ভারতীয় ক্রিকেটারের ক্যাব সফরের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।