অ্যাশেজ় সিরিজ়ের তৃতীয় টেস্টেও দাপট বাড়ছে অস্ট্রেলিয়ার। অ্যাডিলেডে তৃতীয় দিনের শেষে প্যাট কামিন্সদের দ্বিতীয় ইনিংসের রান ৪ উইকেটে ২৭১। ইংল্যান্ডের থেকে ৩৫৬ রানে এগিয়ে কামিন্সেরা। ব্যাট হাতে নজির গড়লেন ট্রেভিস হেড।
ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৮৬ রানে শেষ হওয়ায় ৮৫ রানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু শুরুটা ভাল হয়নি। ওপেনার জ্যাক ওয়েদারাল্ড (১) এবং তিন নম্বরে নামা মার্নাস লাবুশেন (১৩) দ্রুত আউট হয়ে যান। অস্ট্রেলিয়াকে চাপে ফেলেও সুযোগ কাজে লাগাতে পারলেন না বেন স্টোকসেরা। হেডের নজিরে ভর করে দিনের শেষে সুবিধাজনক জায়গায় আয়োজকেরা। হেড ১৪২ রান এবং অ্যালেক্স ক্যারে ৫২ রানে অপরাজিত রয়েছেন। টেস্ট ক্রিকেটে ১১তম শতরান করলেন হেড। অস্ট্রেলিয়ার কোনও একটি মাঠে টানা চারটি টেস্টে শতরান করার নজির গড়লেন। অস্ট্রেলিয়ার চতুর্থ এবং সব মিলিয়ে পঞ্চম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। ডন ব্র্যাডম্যান, ওয়ালি হ্যামন্ড, মাইকেল ক্লার্ক এবং স্টিভ স্মিথও অস্ট্রেলিয়ার কোনও বিশেষ একটি কেন্দ্রে টানা চারটি টেস্টে শতরান করেছেন।
হেড এবং ক্যারের পঞ্চম উইকেটের জুটিতে তৃতীয় দিনের শেষ পর্যন্ত উঠেছে ১২২ রান। এ মাঝে উসমান খোয়াজা ৪০ রান করেছেন। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ক্যামেরন গ্রিন (৭)।
অ্যাডিলেডের ২২ গজে দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটারদের তেমন সমস্যায় ফেলতে পারেননি ইংরেজ বোলারেরা। ইংল্যান্ডের সফলতম বোলার জশ টং ৫৯ রানে ২ উইকেট নিয়েছেন। ৪৮ রানে ১ উইকেট ব্রাইডন কার্সের। উইল জ্যাকস ১ উইকেট নিয়েছেন ১০৭ রান খরচ করে।
এর আগে শুক্রবার বেন স্টোকসদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮৬ রানে। বৃহস্পতিবার অপরাজিত থাকা স্টোকস এবং জফ্রা আর্চারের জুটি দলকে টেনে নিয়ে যায় ২৭৪ রান পর্যন্ত। মিচেল স্টার্কের বলে স্টোকস ব্যক্তিগত ৮৩ রানে আউট হওয়ার পর ইংল্যান্ডের ইনিংস আর বেশি এগোয়নি। আর্চার ভাল লড়াই করলেন ব্যাট হাতে। তিনি ৫১ রান করে স্টক বোল্যান্ডের বলে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে আউট হতেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। ৭ রানে অপরাজিত থাকেন টং।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সফলতম বোল্যান্ড ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন। ৬৯ রানে ৩ উইকেট কামিন্সের। ৭০ রানে ২ উইকেট নাথান লায়নের। স্টার্ক এবং ক্যামেরন গ্রিন ১টি করে উইকেট পেয়েছেন।