E-Paper

কনস্টাসের ভাইদের সঙ্গে সাক্ষাৎ কোহলির

কনস্টাসকে ধাক্কা মারার জেরে শাস্তি পেতে হয়েছে বিরাটকে। কিন্তু বুধবারের একটি ছবি বুঝিয়ে দিচ্ছে, সেই ঘটনার রেশ আর নেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ০৮:০২
স্যাম কনস্টাস ও বিরাট কোহলি।

স্যাম কনস্টাস ও বিরাট কোহলি। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মেলবোর্ন টেস্টে বড় হয়ে দেখা দিয়েছিল স্যাম কনস্টাস এবং বিরাট কোহলির ঝামেলা। কনস্টাসকে ধাক্কা মারার জেরে শাস্তি পেতে হয়েছে বিরাটকে। কিন্তু বুধবারের একটি ছবি বুঝিয়ে দিচ্ছে, সেই ঘটনার রেশ আর নেই।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ় নিজের সিডনি বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন দু’দলের ক্রিকেটারদের। সেখানে বিরাট এবং যশপ্রীত বুমরার সঙ্গে দেখা করেন স্যামের দুই ভাই— বিলি এবং জনি। যে ছবি তাঁরা পরে সমাজমাধ্যমে তুলে দেন। যা দেখে অনেকেই মনে করছেন, মাঠের লড়াই মাঠেই শেষ হয়ে গিয়েছে।

শুক্রবার থেকে সিডনিতে শুরু হতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্ট। সিরিজ়ে ২-১ এগিয়ে অস্ট্রেলিয়া। সিডনির বাইশ গজ কী রকম হতে পারে, তা নিয়ে এ দিন আভাস দিলেন সেখানকার পিচ প্রস্তুতকারক অ্যাডাম লুইস।

বুধবার সমাজমাধ্য্মে লুইস বলেন, “আমাদের হাতে আর মাত্র দু’দিন রয়েছে। প্রস্তুতির একেবারে শেষ ধাপে রয়েছি। আজ সকালে পিচের কভার সরানো হয়েছে। সাত মিলিমিটার পর্যন্ত ঘাস ছাঁটা হয়েছে। ভাল রোলার দিয়ে পিচ রোল করা হয়েছে।” তিনি আরও বলেন, “পিচে অল্প জলও দেওয়া হয়েছে। সিডনিতে এখন প্রচণ্ড গরম। পিচের উপরের অংশ সামান্য ভিজিয়ে রাখার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার আরও একটু ভারী রোলার চালানো হবে। আরও একটু ঘাস ছাঁটা হবে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sam Konstas Virat Kohli India vs Australia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy