অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ভারত। তার আগে আশার খবর শিবিরে। অধিনায়ক যশ ধুল, সহ-অধিনায়ক শেখ রশিদ-সহ পাঁচ ক্রিকেটারই কোভিড-মুক্ত। ফলে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে অসুবিধা নেই তাঁদের। তবে খারাপ খবর হল, কোভিডে আক্রান্ত হয়েছেন নিশান্ত সিন্ধু। তিনিই ধুলের অনুপস্থিতিতে শেষ দু’টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন।
শুক্রবারই ধুলদের কোভিড থেকে সেরে ওঠার খবর জানানো হয়েছে। কিন্তু সিন্ধুর জন্য কিছুটা হলেও মন খারাপ ভারতীয় শিবিরে। সাত দিনের নিভৃতবাসে থাকতে হবে সিন্ধুকে। ফলে বাংলাদেশকে হারালেও আগামী শনিবার পাকিস্তান বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামা হবে না তাঁর।