ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক কায়রন পোলার্ডের সঙ্গে নাকি ঝামেলা লেগেছে দলের বাকি ক্রিকেটারদের। উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি পোস্ট ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। ভারত সফরের আগে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পুরো ব্যাপারটাই গুজব বলে উড়িয়ে দিয়েছে বোর্ড।
সম্প্রতি নেটমাধ্যমে একটি ভয়েস নোট ভাইরাল হয়, যেখানে শোনা যায় অধিনায়ক পোলার্ডের সঙ্গে দলের বাকিদের ঝামেলা। তবে এই প্রচেষ্টাকে পোলার্ডের প্রতি ঘৃণ্য আক্রমণ বলে বর্ণনা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তাদের দাবি, দলের ক্রিকেটারদের মধ্যে কোনও ঝামেলা নেই।