Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Bangladesh Cricket

বাংলাদেশের সাজঘরে অশান্তি, শাকিব-তামিম বিরোধে একাধিক গোষ্ঠী, উদ্বিগ্ন ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেটে অশান্তির মেঘ। দুই সিনিয়র ক্রিকেটার শাকিব এবং তামিমের মধ্যে দূরত্ব নিয়ে কিছু দিন ধরে জল্পনা চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান জানিয়েছেন, সত্যিই সমস্যা হয়েছে।

picture of Shakib Al Hasan and Tamim Iqbal

শাকিব এবং তামিমের বিরোধে উত্তপ্ত বাংলাদেশের সাজঘরের পরিবেশ। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৪
Share: Save:

বাংলাদেশ ক্রিকেট দলের সাজঘরে অশান্তির পরিবেশ। অশান্তির কেন্দ্রে দুই সিনিয়র ক্রিকেটার শাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের কথায় পাওয়া গিয়েছে ইঙ্গিত। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে শাকিব এবং তামিমের মধ্যে তৈরি হওয়া দূরত্বের খবর।

শাকিব এবং তামিমের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরে। দুই সিনিয়র ক্রিকেটারের সম্পর্কের অবনতি নাকি প্রভাব ফেলছিল জাতীয় দলের পারফরম্যান্সেও। বিসিবি প্রধানের মন্তব্য সেই জল্পনাকেই একরকম স্বীকৃতি দিয়েছে। শাকিব এবং তামিমের সম্পর্ক নিয়ে একটি সাক্ষাৎকারে নাজমুল বলেছেন, ‘‘আমাদের সাজঘরের পরিবেশ স্বাভাবিক নেই। দুই সিনিয়র ক্রিকেটারের জন্যই অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। নিশ্চিত হয়েই এ কথা বলছি।’’ নাজমুল আরও বলেছেন, ‘‘আমি নিজে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। দু’জনের সঙ্গে আলাদা করে কথা বলে মনে হয়েছে, খুব তাড়াতাড়ি দু’জনের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। এই সমস্যা সহজে সমাধান হওয়ার নয়। এটা আমার পর্যবেক্ষণ।’’

সমস্যা রয়েছে মেনে নিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানের দাবি, মাঠে কোনও প্রভাব পড়বে না। নাজমুল বলেছেন, ‘‘শাকিব এবং তামিমের দূরত্বের কথা আমরা জানি। তাই দু’জনকেই বার্তা দেওয়া হয়েছে। এই সমস্যার সমাধান কঠিন। দু’জনেই আমাকে আস্বস্ত করেছে, খেলার সময় এই ব্যাপারটার কোনও প্রভাব থাকবে না।’’

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী তৈরি হওয়ার কথাও মেনে নিয়েছেন বিসিবি প্রধান। নাজমুল বলেছেন, ‘‘বাংলাদেশ ক্রিকেটের এখন সব থেকে বড় সমস্যা দলে একাধিক গোষ্ঠী তৈরি হওয়া। এটা বাস্তব সমস্যা। এই বিষয়টা আশঙ্কার। সম্প্রতি জানতে পেরেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যা যা শুনেছি, বিশ্বাস করতে পারিনি। ক্রিকেটের সুন্দর ভবিষ্যতের স্বার্থে এই গোষ্ঠী সংস্কৃতির অবসান দরকার। সব ক্রিকেটারকে বুঝতে হবে দলে গোষ্ঠীর কোনও জায়গা নেই।’’

এই সমস্যার জন্যও নাজমুল দায়ী করেছেন শাকিব এবং তামিমকেই। তিনি বলেছেন, ‘‘সাজঘরের পরিবেশ এখন কিছুটা ভাল হয়েছে। আগের মতো খারাপ নেই। শাকিব এবং তামিমকে সাজঘরে এবং মাঠে নিজেদের মধ্যে কথা বলতে হবে। আশা করব ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় থেকেই পরিবর্তন হবে। বাইরে ওরা যা খুশি করুক। সেটা নিয়ে আমি চিন্তিত নই। দলের পরিবেশ ভাল করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE