অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে থামার কোনও লক্ষণ নেই বৈভব সূর্যবংশীর। শনিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দাপুটে ইনিংস দেখা গেল তার ব্যাট থেকে। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও বৈভব বুঝিয়ে দিয়েছে, বিশ্বকাপে তাকে ভাল ফর্মেই দেখা যাবে।
স্কটল্যান্ডের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছে বৈভব। ৫০ বলে ৯৬ রান করেছে সে। মেরেছে ৯টি চার এবং ৭টি ছয়। জ়িম্বাবোয়ের বুলাওয়াওয়ে খেলা হয়েছে। সেখানেই আগ্রাসী ছন্দে দেখা গিয়েছে বৈভবকে।
প্রথম উইকেটে আয়ুষ মাত্রের সঙ্গে ৪২ বলে ৭০ রানের জুটি গড়ে বৈভব। এর পর ৫৬ বলে ৭৮ রানের জুটি গড়ে অ্যারন জর্জের (৬১) সঙ্গে। মাত্র ২৭ বলে অর্ধশতরান করে বৈভব। ছয় মেরে পঞ্চাশের গণ্ডি অতিক্রম করে সে। শতরানের দিকেও এগিয়ে যাচ্ছিল দ্রুত গতিতে। তবে ৯৬ রানের মাথায় আউট হয়ে যায়। মনু সারস্বতের বলে ক্যাচ দেয় টমাস নাইটের হাতে।
নির্ধারিত ৫০ ওভারে ভারত ৩৭৪/৮ তুলেছে। কোনও ব্যাটারই শতরান করতে পারেননি। তবে ভাল খেলেছেন জর্জ, বিহান মলহোত্র (৭৭) এবং অভিজ্ঞান কুন্ডু (৫৫)। চোট কাটিয়ে বিশ্বকাপের আগে প্রত্যাবর্তন হয়েছে আয়ুষ এবং বিহানের। বিহান সফল হলেও আয়ুষ ব্যর্থ হয়েছেন। তাঁকে নিয়ে চিন্তা বাড়ছে। ভারতের রান আটকাতে ১০ জন বোলার ব্যবহার করেছে স্কটল্যান্ড। তাতেও সফল হয়নি তারা।
আরও পড়ুন:
যে কোনও বিশ্বকাপের আগেই এ ধরনের প্রস্তুতি ম্যাচ রাখা হয় দলগুলির জন্য। নিজেদের শক্তি এবং পরিকল্পনা ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকে এই ম্যাচগুলিতে। বৈভব বুঝিয়ে দিল, সে তৈরি।