সারা দিন বল করে মাত্র ৫ উইকেট তুলতে পারলেন অবশিষ্ট ভারতের বোলারেরা। ইরানি কাপের প্রথম দিন ভাল ব্যাট করল বিদর্ভ। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে ৫ উইকেটে ২৮০ রান করল তারা। শতরান করলেন অথর্ব তাইরে। রান করেছেন যশ রাঠৌরও। অবশিষ্ট ভারতের হয়ে বল হাতে ২ উইকেট নিলেন আকাশদীপ।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পর থেকে চোটে ছিলেন আকাশদীপ। ফলে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দলে সুযোগ পাননি। আবার ক্রিকেটে ফিরেছেন বাংলার পেসার। বিদর্ভের বিরুদ্ধে খারাপ বল করেননি তিনি। প্রথম ধাক্কা তিনিই দেন। সারা দিনে ১৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। তবে ভারতের টেস্ট দলে খেলা আর এক পেসার অংশুল কম্বোজ কোনও উইকেট পাননি।
বিদর্ভকে টানলেন অথর্ব। ওপেন করতে নেমে দিনের শেষ পর্যন্ত অপরাজিত তিনি। টপ অর্ডারের বাকি ব্যাটারেরা রান পাননি। ৮০ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল বিদর্ভের। সেখান থেকে জুটি বাঁধেন অথর্ব ও যশ। ১৮৪ রান যোগ করেন তাঁরা। দুই ব্যাটার বুঝিয়ে দিলেন কেন দেশের সব দলকে হারিয়ে এ বার রঞ্জি ট্রফি জিতেছে বিদর্ভ। অথর্ব শতরান করেন। দেখে মনে হচ্ছিল যশও শতরান করবেন। কিন্তু ৯১ রান করে মানব সুতারের বলে আউট হন তিনি। আকাশদীপের পাশাপাশি নজর কাড়লেন মানব। ৩ উইকেট নিলেন তিনি।
আরও পড়ুন:
প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় বিদর্ভের রান ৫ উইকেটে ২৮০। অথর্ব ১১৮ ও যশ ঠাকুর ৪ রানে অপরাজিত রয়েছেন। এখন দেখার, দ্বিতীয় দিন তাদের বাকি ৫ উইকেট কত তাড়াতাড়ি ফেলতে পারে অবশিষ্ট ভারত।