বিরাট কোহলী, রোহিত শর্মা, লোকেশ রাহুলদের নিয়ে খুশি নন তাঁদের কোচই। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের পরিষ্কার বক্তব্য, ভারতীয় ব্যাটিংয়ে উন্নতির অনেক জায়গা রয়েছে। নিজের কাজেও খুশি নন তিনি। বলেছেন, অনেক কাজ বাকি রয়েছে।
টি২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের প্রধান কোচের পদ ছাড়তে চলেছেন রবি শাস্ত্রী। তাঁর সঙ্গে বোলিং ও ফিল্ডিং কোচও সরে যাবেন বলে খবর। যদিও দলের ব্যাটিং কোচ হওয়ার জন্য ফের আবেদন করেছেন রাঠৌর।