Advertisement
E-Paper

ক্যাচ ধরে নজির রো-কো’র, মাইলফলক রোহিতের, বিশ্বরেকর্ড করলেন কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফির সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ব্যাট হাতে তাঁরা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও সিডনিতে ফিল্ডার হিসাবে নজির গড়লেন দু’জনেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৩:২৪
picture of cricket

(বাঁদিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে নজর কাড়লেন ফিল্ডার বিরাট কোহলি। ০.৬৭ সেকেন্ড সময়ে ম্যাথু শর্টের ক্যাচ ধরেছেন ৩৬ বছরের ক্রিকেটার। শুধু তাই নয়, শনিবার সিডনিতে ফিল্ডার হিসাবে একটি নজির গড়েছেন কোহলি। ফিল্ডার হিসাবে মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মাও।

অস্ট্রেলিয়ার ইনিংসের ২৩তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে জোরালো সুইপ মেরেছিলেন শর্ট। কোহলির কাছে সময় কম ছিল। তা-ও অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ক্যাচ ধরেন তিনি। পরে হর্ষিত রানার বলে কুপার কোনোলির ক্যাচও ধরেছেন কোহলি।

এ দিনের জোড়া ক্যাচে গড়েছেন একটি নজির। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও একটি দেশের বিরুদ্ধে সাধারণ ফিল্ডার হিসাবে (উইকেটরক্ষক নয়) সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড করলেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব ধরনের ক্রিকেট মিলিয়ে কোহলির ক্যাচের সংখ্যা হল ৭৭। তিনি টপকে গেলেন অস্ট্রেলিয়ারই স্টিভ স্মিথকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬টি ক্যাচ ধরেছেন স্মিথ। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৭২টি ক্যাচ। চতুর্থ স্থানে রয়েছেন অ্যালান বর্ডার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন ৭১টি ক্যাচ। তালিকায় পঞ্চম স্থানেও রয়েছেন জয়বর্ধনে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছেন ৬৮টি ক্যাচ।

শনিবার সিডনিতে দু’টি ক্যাচ নিয়েছেন রোহিতও। সাধারণ ফিল্ডার হিসাবে (উইকেটরক্ষক নয়) এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ক্যাচ ধরার মাইলফলক স্পর্শ করেছেন প্রাক্তন অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে কোহলির। সাধারণ ফিল্ডার হিসাবে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ক্যাচের সংখ্যা হল ১৬৪। রোহিত রয়েছেন এই তালিকায় ষষ্ঠ স্থানে।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচ ধরার নিরিখে সফলতম ভারতীয় ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তাঁর ক্যাচের সংখ্যা ১৫৬। তৃতীয় স্থানে থাকা সচিন তেন্ডুলকরের ক্যাচের সংখ্যা ১৪০। তার পর রয়েছে রাহুল দ্রাবিড়ের ১২৪টি ক্যাচ। পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না। এক দিনের ক্রিকেটে তাঁর ক্যাচের সংখ্যা ১০২।

India vs Australia 2025 ODI Virat Kohli Rohit Sharma Records Catch
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy