Advertisement
১০ মে ২০২৪
Virat Kohli

‘আমার কাছে তুমিই সর্বকালের সেরা,’ ফেডেরারের উদ্দেশে আবেগপ্রবণ বার্তা কোহলির

গত শুক্রবার লেভার কাপে রাফায়েল নাদালের সঙ্গে ডাবলস খেলার পর টেনিস থেকে অবসর নিয়েছেন রজার ফেডেরার। সুইস তারকার অবসরের ছ’দিন পর তাঁকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। কী বললেন তিনি?

ফেডেরারের সঙ্গে কোহলি।

ফেডেরারের সঙ্গে কোহলি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১২:১৩
Share: Save:

লেভার কাপে রাফায়েল নাদালের সঙ্গে ডাবলস খেলার পর টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেডেরার। সুইস তারকার অবসরের ছ’দিন পর তাঁকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক এক ভিডিয়োবার্তায় ফেডেরারকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

এখনও পর্যন্ত দু’বার ফেডেরারের সঙ্গে দেখা হয়েছে কোহলির। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি ভিডিয়োবার্তায় বলেছেন, ‘প্রিয় রজার, তোমাকে এই ভিডিয়োবার্তা পাঠাতে পেরে আমি গর্বিত। অসাধারণ একটা টেনিসজীবনের জন্য অনেক ধন্যবাদ। তুমি অনেক সুন্দর মুহূর্ত এবং স্মৃতি উপহার দিয়েছ আমাদের।’

কোহলী আরও বলেছেন, ‘২০১৮-র অস্ট্রেলিয়ান ওপেনে ব্যক্তিগত ভাবে তোমার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। জীবনে কখনও সেটা ভুলব না। তোমার খেলা দেখতে গিয়ে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে। সেটা হল, শুধু টেনিস সমর্থক নয়, গোটা বিশ্বের এত মানুষ তোমাকে ভালবাসে, সমীহ করে। আর কোনও ব্যক্তিগত ক্রীড়াবিদের ক্ষেত্রে এ জিনিস আমি দেখিনি। এটা তৈরি করা যায় না, আপনা থেকেই হয়ে যায়।’

ভারতের প্রাক্তন অধিনায়কের সংযোজন, ‘সবাইকে কাছে টানার বিশেষ দক্ষতা তোমার বরাবরই ছিল। টেনিসে যে যুগ তুমি এনেছ, তার সঙ্গে কারও তুলনা করা যায় না। আমার কাছে বরাবর তুমিই সর্বকালের সেরা থাকবে। আশা করি জীবনের পরের ধাপে টেনিস কোর্টে যতটা মজা করেছ, ততটাই মজা করবে। তোমায় এবং তোমার পরিবারের উদ্দেশে অনেক শুভেচ্ছা থাকল।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Roger Federer Tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE