টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু এক দিনের ক্রিকেটেই খেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশের মাটিতে এক দিনের সিরিজ় খেলার কথা রয়েছে তাঁর। তবে সেই সিরিজ়ে কোহলি খেলবেন কি না তা এখনও বোঝা যাচ্ছে না। জানা গিয়েছে, প্রধান নির্বাচক অজিত আগরকর কোহলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া পাননি। ফলে অস্ট্রেলিয়া সিরিজ়ের দলে কোহলিকে রাখা হবে কি না তা এখনও ঠিক নেই।
কোহলি এই মুহূর্তে সপরিবার রয়েছেন লন্ডনে। সেখান থেকেই কিছু দিন আগে বোর্ডের ফিটনেস টেস্ট দিয়েছেন। অস্ট্রেলিয়া সিরিজ়ের কথা ভেবে অনুশীলন শুরু করতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে নীল জার্সি গায়ে আবার কবে কোহলিকে দেখা যাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
আইপিএলের পর থেকে কোনও ধরনের ক্রিকেট খেলেননি কোহলি। `রেভস্পোর্টজ়`-এর খবর অনুযায়ী, বোর্ড চেয়েছিল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে যে এক দিনের সিরিজ় রয়েছে সেখানে তিনি খেলুন। কোহলি খেলার ইচ্ছা প্রকাশ করেননি। এক দিনের ক্রিকেট নিয়ে তাঁর ভাবনা চিন্তা কী, তা জানতে আগরকর যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কোহলির সঙ্গে। তবে কোহলির তরফ থেকে কোনও উত্তর এখনও আসেনি।
আরও পড়ুন:
শুধু কোহলি নয়, জল্পনা রয়েছে রোহিত শর্মাকে নিয়েও। রোহিতও আইপিএলের পর থেকে আর ক্রিকেট খেলেননি। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধেও এক দিনের সিরিজ়ে খেলতে চাননি। তবে কিছু দিন আগে বোর্ডের উৎকর্ষকেন্দ্রে রোহিতের জিম করার ছবি প্রকাশে আসে। সেখানে তিনি ব্যাটও করেছেন। তা ছাড়া তিনি দেশেই থাকায় যোগাযোগের ক্ষেত্রে সমস্যা নেই। এখন দেখার, রোহিতকে অস্ট্রেলিয়া সিরিজ়ে নেওয়া হয় কি না।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলি এবং রোহিত দু’জনেই সেই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ইংল্যান্ড সিরিজ়ের আগে দুই ক্রিকেটারের জায়গা পাওয়া নিয়ে জল্পনা চলছিল। কোহলি এবং রোহিত বুঝেছিলেন, তাঁদের দলে হয়তো নেওয়া হবে না বা দলে সুযোগ পেলেও হয়তো প্রথম একাদশে ঠাঁই পাবেন না। তাই সাত দিনের ব্যবধানে রোহিত এবং কোহলি দু’জনেই টেস্ট থেকে অবসর নেন। তবে ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে দু’জনেই এক দিনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান। এখন দেখার, তাঁদের ইচ্ছা পূরণ হয় কি না।