মুম্বইয়ের তুমুল বৃষ্টিতে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম দিনের খেলা দেরিতে শুরু হতে পারে। আবার এই বৃষ্টির জন্যই কিছুটা কৌশল বদলাতে পারে দু’দল। যে কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে পারে চূড়ান্ত এগারো বেছে নিতে।
ওয়াংখেড়ের লাল মাটির উইকেটে স্পিনাররা যেমন সাহায্য পাবে, তেমন বাউন্সও থাকবে এই উইকেটে। বৃষ্টি হওয়ার ফলে পিচ প্রস্তুতকারকরা কিন্তু ঘাস কতটা ছাঁটতে পেরেছে জানি না। পিচ যথেষ্ট ‘রোল’ করাও হয়েছে কি না, সন্দেহ।
ভারতীয় দলে একটা পরিবর্তন তো হচ্ছেই। বিরাট কোহালি দলে আসছে। ইশান্ত শর্মা সুস্থ না হলে দ্বিতীয় পরিবর্তনও হতে পারে। নিউজ়িল্যান্ড ফিরিয়ে আনতে পারে বাঁ-হাতি পেসার নিল ওয়াগনারকে।