ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ় শিবিরে। চোটের জন্য ছিটকে গেলেন শামার জোসেফ। তরুণ জোরে বোলারের পরিবর্তে ভারতে আসবেন জোহান লেইন।
ওয়েস্ট ইন্ডিজ়ের বোলিং আক্রমণের অন্যতম ভরসা তরুণ জোরে বোলার জোসেফ। ভারতের মাটিতে ভাল ফলের জন্য তাঁর উপর অনেকটাই নির্ভর করছিলেন রোস্টন চেজেরা। কিন্তু চোটের জন্য ভারত সফর থেকে ছিটকে গিয়েছেন ২৬ বছরের ক্রিকেটার। লাল বলের ক্রিকেটে বেশ ভাল ফর্মে ছিলেন জোসেফ। এ বছর তিনটি টেস্ট খেলে ২২টি উইকেট পেয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর চোট ওয়েস্ট ইন্ডিজ় দলের জন্য ধাক্কা।
ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘শামার জোসেফের পরিবর্তে ভারত সফরে যাবে অলরাউন্ডার জোহান লেইন। জোসেফের চোট লেগেছে। ওর পক্ষে টেস্ট সিরিজ় খেলা সম্ভব হবে না।’’ ২৬ বছরের বোলার ঠিক কী ধরনের চোট পেয়েছেন, তা জানানো হয়নি।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পর বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়েও অনিশ্চিত হয়ে পড়েছেন জোসেফ। আগামী ১৮ অক্টোবর থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে ওয়েস্ট ইন্ডিজ়। সেই সিরিজ়ের দল নির্বাচনের আগে জোসেফের ফিটনেস খতিয়ে দেখা হবে। সেই মতো তাঁকে দলে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।