Advertisement
E-Paper

৪১ কোটি টাকার খেলা! বৃহস্পতিবার মেয়েদের আইপিএল নিলাম, রিঙ্কু-পন্থদের মতো দীপ্তি-ক্রান্তিদের জন্যও কি উড়বে টাকা?

এ বার মেয়েদের আইপিএলের নিলামে নামছেন মোট ২৭৭ জন ক্রিকেটার। পাঁচটি দলে ৭৩ জনের জায়গা বাকি। তার মধ্যে ২৩ জন বিদেশিকে নেওয়া যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ০৮:৫৪
cricket

বিশ্বকাপ জেতার পর উল্লাস দীপ্তি শর্মা ও ক্রান্তি গৌড়ের। ছবি: পিটিআই।

ভারতের মহিলা দল বিশ্বকাপ জেতার পর মহিলাদের আইপিএল নিয়ে উৎসাহ আরও বেড়ে গিয়েছে। আগামী মরসুমের আগে রয়েছে বড় নিলাম। বৃহস্পতিবার দিল্লিতে হবে সেই নিলাম। এই নিলামে ভারতের বিশ্বকাপজয়ী তারকাদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর থাকবে পাঁচটি দলের।

এ বারের নিলামে দল গড়ার জন্য প্রতিটি দলের কাছে রয়েছে ১৫ কোটি টাকা করে। তার মধ্যে কিছু টাকা খরচ হয়েছে ক্রিকেটার ধরে রাখতে। এখন মোট ৪১ কোটি ১০ লক্ষ টাকা রয়েছে দলগুলির কাছে। পুরুষদের আইপিএলে নিলামের আগে যেমন রিঙ্কু সিংহকে ধরে রাখতে বড় খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স, বা নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছিল ঋষভ পন্থের, তেমন ছবিই কি দেখা যাবে মেয়েদের নিলামে? এই নিলামেও কি উড়বে টাকা?

এ বার মেয়েদের আইপিএলের নিলামে নামছেন মোট ২৭৭ জন ক্রিকেটার। পাঁচটি দলে সর্বাধিক ৭৩ জনের জায়গা বাকি। তার মধ্যে ২৩ জন বিদেশিকে নেওয়া যাবে। নিলামে মোট ৮৩ জন বিদেশি খেলোয়াড় নামছেন। তাঁদের মধ্যে সর্বাধিক ২৩ জন অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ২২ ক্রিকেটার রয়েছেন নিলামে।

বড় নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখার কাজ আগেই করেছে দলগুলি। সবচেয়ে বেশি পাঁচ জন করে ক্রিকেটার ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। সবচেয়ে কম এক জনকে ধরে রেখেছে ইউপি ওয়ারিয়র্জ়। ভারতের হয়ে বিশ্বকাপজয়ী দীপ্তি শর্মা, ক্রান্তি গৌড়, হরলীন দেওল, রেণুকা সিংহ ঠাকুরদের পাশাপাশি মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, সোফি ডিভাইনের মতো বিদেশি তারকাদের দিকেও নজর খাকবে দলগুলির।

মুম্বই ইন্ডিয়ান্স

ধরে রাখা ক্রিকেটার— ন্যাট শিভার-ব্রান্ট (৩ কোটি ৫০ লক্ষ), হরমনপ্রীত কৌর (২ কোটি ৫০ লক্ষ), হেইলি ম্যাথুজ় (১ কোটি ৭৫ লক্ষ), আমনজ্যোৎ কৌর (১ কোটি), জি কমলিনী (৫০ লক্ষ)।

ধরে রাখতে খরচ— ৯ কোটি ২৫ লক্ষ।

পকেটে রয়েছে— ৫ কোটি ৭৫ লক্ষ। কোনও আরটিএম (রাইট টু ম্যাচ কার্ড) নেই মুম্বইয়ের।

নজর কোথায়— মুম্বইয়ে শিভার-ব্রান্ট, ম্যাথুজ়, হরমনপ্রীত, আমনজ্যোতের মতো অলরাউন্ডার রয়েছেন। ফলে ব্যাটিং নিয়ে বেশি ভাবতে হবে না তাদের। কিন্তু বোলিংয়ের দিকে নজর দিতে হবে। বিশেষজ্ঞ বোলার ও ভারতীয় স্পিনার দরকার তাদের। নিলামে সে দিকেই নজর দেবেন ঝুলন গোস্বামীরা।

নজরে কারা— আমেলিয়া কের, কিম গার্থ, ক্রান্তি গৌড়, শ্রীচরণি, আয়োবঙ্গা খাকা, সাইকা ইশাক।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ধরে রাখা ক্রিকেটার— স্মৃতি মন্ধানা (৩ কোটি ৫০ লক্ষ), রিচা ঘোষ (২ কোটি ৭৫ লক্ষ), এলিস পেরি (২ কোটি), শ্রেয়াঙ্কা পাটিল (৬০ লক্ষ)।

ধরে রাখতে খরচ— ৮ কোটি ৮৫ লক্ষ।

পকেটে রয়েছে— ৬ কোটি ১৫ লক্ষ। একটি আরটিএম বাকি রয়েছে।

নজর কোথায়— মন্ধানার পাশাপাশি এক ওপেনার দরকার বেঙ্গালুরুর। পাশাপাশি দলের বোলিং আক্রমণকেও শক্তিশালী করতে হবে তাদের।

নজরে কারা— লরা উলভার্ট, ড্যানি ওয়াট-হজ, রেণুকা সিংহ ঠাকুর, ননকুলুলেকো এমলাবা, সোফি একলেস্টোন।

দিল্লি ক্যাপিটালস

ধরে রাখা ক্রিকেটার— জেমাইমা রদ্রিগেজ় (২ কোটি ২০ লক্ষ), শেফালি বর্মা (২ কোটি ২০ লক্ষ), অ্যানাবেল সাদারল্যান্ড (২ কোটি ২০ লক্ষ), মারিজ়ান কাপ (২ কোটি ২০ লক্ষ), নিকি প্রসাদ (৫০ লক্ষ)।

ধরে রাখতে খরচ— ৯ কোটি ৩০ লক্ষ।

পকেটে রয়েছে— ৫ কোটি ৭০ লক্ষ। কোনও আরটিএম নেই।

নজর কোথায়— শেফালির সঙ্গে এক ওপেনার দরকার। পাশাপাশি উইকেটরক্ষক ও স্পিনারদের দিকে নজর রয়েছে দিল্লির। ল্যানিংকে ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়ক দরকার হতে পারে দিল্লির।

নজরে কারা— লরা উলভার্ট, অ্যালিসা হিলি, যস্তিকা ভাটিয়া, রাধা যাদব, স্নেহ রানা, ফিবি লিচফিল্ড, শ্রীচরণি।

গুজরাত জায়ান্টস

ধরে রাখা ক্রিকেটার— অ্যাশলি গার্ডনার (৩ কোটি ৫০ লক্ষ), বেথ মুনি (২ কোটি ৫০ লক্ষ)।

ধরে রাখতে খরচ— ৬ কোটি।

পকেটে রয়েছে— ৯ কোটি। তিনটি আরটিএম রয়েছে তাদের।

নজর কোথায়— মাত্র দু’জনকে ধরে রেখেছে গুজরাত। মিডল ও লোয়ার অর্ডারে ব্যাটার দরকার। পাশাপাশি বোলিং আক্রমণও সাজাতে হবে তাদের।

নজরে কারা— হরলীন দেওল, দীপ্তি শর্মা, নাদিন ডি ক্লার্ক, শ্রীচরণি, কিম গার্থ, রেণুকা সিংহ ঠাকুর।

ইউপি ওয়ারিয়র্জ়

ধরে রাখা ক্রিকেটার— শ্বেতা সেহরাওয়াত (৫০ লক্ষ)।

ধরে রাখতে খরচ— ৫০ লক্ষ।

পকেটে রয়েছে— ১৪ কোটি ৫০ লক্ষ। চারটি আরটিএম রয়েছে তাদের।

নজর কোথায়— মাত্র এক জনকে ধরে রেখেছে ইউপি। ফলে পুরো দলকেই নতুন করে গড়তে হবে। নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামবে তারা। ফলে দরাদরি হলে বাকিদের চেয়ে এগিয়ে থাকবে ইউপি।

নজরে কারা— মেগ ল্যানিং, দীপ্তি শর্মা, ফিবি লিচফিল্ড, হরলীন দেওল, সোফি ডিভাইন, ক্রান্তি গৌড়, অ্যামেলিয়া কের।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে মেয়েদের আইপিএলের নিলাম। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

WPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy