এ পারে খবর রটে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে বিরাট কোহলী ছুটি নিয়েছেন। হাজার বিতর্কের শেষে বুধবার কোহলী জানালেন তিনি কোনও ছুটির আবেদনই করেননি। ও পারে প্রশ্ন উঠছে শাকিব আল হাসানের বার বার ছুটি নেওয়া নিয়ে।
বাংলাদেশের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি ছুটি নিয়েছেন ব্যক্তিগত প্রয়োজনে। শাকিব বলেন, “যে কারণে ছুটি নিয়েছি, সে কাজগুলোই করছি। ব্যক্তিগত কিছু কাজ ছিল। সেটা আমি ব্যক্তিগতই রাখতে চাই। অনেকে না-ই রাখতে পারেন, কিন্তু আমি চাই সেটা ব্যক্তিগতই থাকুক।”
তাঁর বার বার ছুটি নেওয়া নিয়ে অনেকে অনেক কিছু বললেও তা নিয়ে মাথা ঘামাতে নারাজ বাংলাদেশের সফল অলরাউন্ডার। তিনি বলেন, “আমি ছুটি নেওয়ায় নতুনরা সুযোগ পাচ্ছে। বাংলাদেশ আরও কিছু ভাল ক্রিকেটার পেয়ে যেতে পারে এই সময়। তবে এক ম্যাচ খেলেই কেউ সফল হয়ে যাবে এমনটা নয়। সময় দিতে হবে।”