নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে তাঁকে দলে রাখা হয়েছে একটি শর্তে। ম্যাচ খেলার আগে ফিটনেসের প্রমাণ দিতে হবে। সেই কাজ অবশ্য কঠিন নয় শ্রেয়স আয়ারের কাছে। যা খবর, তাতে এক দিনের সিরিজ়ে শ্রেয়সের খেলা কার্যত নিশ্চিত।
শনিবার দল ঘোষণার বিবৃতিতে শ্রেয়সকে সহ-অধিনায়ক ঘোষণা করেও বোর্ড লিখেছিল, “বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের ছাড়পত্রের উপরেই শ্রেয়স খেলবে কি না সেটা নির্ভর করছে।” তবে শ্রেয়সের খেলা নিয়ে সমস্যা নেই।
‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটে বোর্ডের এক কর্তা বলেছেন, “ও ম্যাচ খেলার দোরগোড়ায়। প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। যে এক শতাংশ পড়ে থাকছে তা হল, ও পুরো ১০০ ওভারই মাঠে থাকতে পারবে কি না। সেটা বোঝা যাবে বিজয় হজারে ট্রফির ম্যাচেই।”
মুম্বই ক্রিকেট সংস্থা জানিয়েছে, সোমবার জয়পুরে দলের সঙ্গে যোগ দেবেন শ্রেয়স। ৬ জানুয়ারি হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে নিশ্চিত ভাবেই খেলবেন। ছাড়পত্র পেলে বডোদরায় গিয়ে সরাসরি জাতীয় দলে যোগ দেবেন। যদি ফিটনেস নিয়ে সন্দেহ থেকে থাকে, তা ৮ জানুয়ারি পঞ্জাব ম্যাচেও খেলবেন শ্রেয়স। তার পর জাতীয় দলে যোগ দেবেন।
জানা গিয়েছে, নির্বাচক কমিটির সদস্য আরপি সিংহ জয়পুরে রয়েছেন। তিনি শ্রেয়সের উপরে নজর রাখবেন। তবু কোনও ভাবে শ্রেয়স খেলতে না পারলে সঙ্গে সঙ্গে রুতুরাজ গায়কোয়াড়কে দলে নেওয়া হবে। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।
আরও পড়ুন:
পাশাপাশি ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, এক দিনের দলে ঋষভ পন্থের জায়গা হারানোর আপাতত কোনও সম্ভাবনা নেই। তিনি নিয়মিত বিজয় হজারেতে খেলছেন। দিল্লির নেতৃত্ব দিচ্ছেন। তাতে খুশি নির্বাচকেরা। এক দিনের দলে ঈশান কিশনকে নেওয়ার ব্যাপারে ভাবেনইনি নির্বাচকেরা।