একদিকে বিরাট কোহলী, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাতের দিকে আবার লিয়োনেল মেসি, নেমার। এর মাঝে রয়েছে এল ক্লাসিকো এবং জুভেন্টাস-ইন্টার মিলানের লড়াইও। রবিবার দিনটা আক্ষরিক অর্থেই ক্রীড়াপ্রেমীদের কাছে হতে চলেছে ‘সুপার সানডে’। একই দিনে এত ভাল খেলা শেষ কবে দেখা গিয়েছে, তা কেউই মনে করতে পারছেন না। আবার কবে দেখা যাবে তা নিয়েও কোনও নিশ্চয়তা নেই।
ভারতীয়দের কাছে নিঃসন্দেহে একটা ম্যাচই সব থেকে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের লড়াই। ক্রিকেট বা ফুটবল, যা-ই প্রিয় হোক না কেন, এই ম্যাচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন না কেউই। দু’বছর পর আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হচ্ছে পড়শি দুই দেশ। রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ বহুদিন ধরেই বন্ধ। ফলে আইসিসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতাতেই এই দুই দেশকে দেখা যায়। তাই এই ম্যাচের দিকে বুভুক্ষুর মতো তাকিয়ে রয়েছেন সকলেই।
বর্তমান প্রেক্ষাপটেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দেশ। আইসিসি আয়োজিত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত এগিয়ে রয়েছে ১২-০ ব্যবধানে। সেই সংখ্যা বাড়ানোই তাদের লক্ষ্য। অন্য দিকে, দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে প্রথম বার বিশ্বকাপে ভারতকে হারানোর জন্য মরিয়া পাকিস্তান। এ ধরনের ম্যাচে কেউই সাধারণত এগিয়ে থেকে নামেন না। কিন্তু খাতায়-কলমে কিছুটা হলেও এগিয়ে থেকে নামছে ভারত। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়েছে তারা। অন্যদিকে, পাকিস্তানও খেলতে নামছে দু’টি প্রস্তুতি ম্যাচেই জিতে। ফলে তুল্যমূল্য লড়াই যে হতে চলেছে, তা নিয়ে কারওরই সন্দেহ নেই। স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সন্ধে ৭.৩০ থেকে এই ম্যাচ দেখা যাবে।