Advertisement
৩০ এপ্রিল ২০২৪
No Ball

অদ্ভুত ‘নো বল’! পিচে নয়, উইকেটরক্ষকের পিছনে বল ফেললেন বোলার, নাগাল পেলেন না কেউ

ক্রিকেটবিশ্ব দেখল এক অদ্ভুত ‘নো বল’। গ্রাহামের করা সেই বল দেখে চমকে উঠলেন অনেকে। এমন নো বলও হয়!

Representative image of cricket

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৬:২৮
Share: Save:

খেলা হচ্ছিল সিডনি সিক্সার্স এবং হোবার্ট হারিকেনসের। মেয়েদের বিগ ব্যাশ লিগের সেই ম্যাচেই দেখা গেল অদ্ভুত ‘নো বল’। বোলার হেথার গ্রাহাম এমন বল করলেন যা, ব্যাটার তো দূর, উইকেটরক্ষকও নাগাল পেলেন না।

সিডনির রান তাড়া করার সময় নবম ওভারে হোবার্টের গ্রাহাম নো বলটি করেন। সেই সময় ব্যাট করছিলেন এরিন বার্নস। গ্রাহামের করা বল পিচে কোনও ড্রপ না খেয়ে সোজা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। উইকেটরক্ষকও সে বলের নাগাল পাননি। বল তাঁর মাথার উপর দিয়ে গিয়ে পড়ে অনেকটা দূরে। গ্রাহামের হাত ফসকে বার হয়ে গিয়েছিল বলটি। আম্পায়ার নো বলের সিদ্ধান্ত জানান। একটি রানও নিয়ে নেন এরিন এবং নন স্ট্রাইকার অ্যাশলে গার্ডনার।

ওই ওভারে গ্রাহাম নো বল করলেও ৬ রানের বেশি দেননি। নিজের চার ওভারে ১৮ রানের বেশি দেননি। তিনটি উইকেটও নেন তিনি। অদ্ভুত নো বল করলেও তিনি ছিলেন দলের অন্যতম সেরা বোলার।

গ্রাহাম শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও রান করেন। ২৮ বলে ৩৬ রান করেন তিনি। তবে দলকে জেতাতে পারেননি। হোবার্ট তিন উইকেটে ম্যাচ জিতে নেয়। ১৪০ রানের লক্ষ্য দিয়েছিল সিডনি। শেষ বলে সেই রানের লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE