গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব।
সাইমন্ডস নেই, বিশ্বাসই করতে পারছেন না তাঁর এক সময়ের সতীর্থরা। অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বেভান, জেসন গিলেসপি, ড্যামিয়েল ফ্লেমিং বাকরুদ্ধ। টুইটারে তাঁরা প্রতিক্রিয়া জানিয়েছেন।