শুভমন গিলের ভুলে দ্বিশতরান হাতছাড়া হল যশস্বী জয়সওয়ালের। তা নিয়ে প্রকাশ্যে অসন্তোষও প্রকাশ করলেন যশস্বী। তবে যশস্বীকে ওয়েস্ট ইন্ডিজ়ের উইকেটরক্ষক টেভিন ইমলাচ ঠিক মতো আউট করে পেরেছেন কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন।
শনিবার দিনের দ্বিতীয় ওভারে বোলার জেডন সিলসের ফুল লেংথের বল মিড অফে ড্রাইভ করেন। দ্রুত এক রান নেওয়ার জন্য শুভমনকে ডাকেন। যশস্বী নিজে দৌড়ে পিচের অর্ধেক চলেও গিয়েছিলেন। কিন্তু ২২ গজের অপর প্রান্তে থাকা শুভমন কিছুটা এগিয়েও সতীর্থকে রান নিয়ে বারন করেন। কারণ ফিল্ডার তেজনারাইন চন্দ্রপল দ্রুত বল ধরে উইকেটরক্ষককে ছুড়ে দেন। মাঝ পিচ থেকে ক্রিজ়ে পৌঁছোতে পারেননি যশস্বী। ইমলাচ বল হাতে নিয়ে উইকেট ভেঙে দেন। তখনও ক্রিজ়ের তিন-চার ফুট বাইরে ছিলেন যশস্বী। স্বাভাবিক ভাবেই লেগ আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন।
আউট হয়ে হতাশায় মাথা নাড়াতে থাকেন যশস্বী। ২২ গজের অন্য প্রান্ত থেকে শুভমনকে কিছু বলতে দেখা যায়। আউট হওয়ার পরও শুভমনের সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন যশস্বী। বলা যায় সামান্য বাদানুবাদ হয় দুই ব্যাটারের। সে সময় দু’জনকেই অসন্তুষ্ট দেখিয়েছে। খুচরো রান নেওয়ার ডাক যশস্বীরই ছিল। তাও শুভমন কেন তাঁর ডাকে সাড়া দিয়ে দৌড়লেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ যাই হোক সম্পূর্ণ ভুল বোঝাবুঝিতে দ্বিশতরান হাতছাড়া হয়েছে যশস্বীর। ১৭৫ রান করে ফিরে যেতে হয়েছে তাঁকে।
যদিও যশস্বীর রান আউট নিয়ে প্রশ্ন রয়েছে। টেলিভিশন রিপ্লেতে দেখা গিয়েছে, উইকেট ভাঙার ঠিক আগে ইমলাচের দস্তানা থেকে বল প্রায় বেরিয়ে গিয়েছিল। উইকেট ভাঙার সময় তাঁর দস্তানার সঙ্গে বলের সংযোগ নিয়ে প্রশ্ন রয়েছে। মাঠের আম্পায়ারেরা সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠাননি। দ্রুত ক্রিজ়ে ফেরার সময় যশস্বী নিজেও সম্ভবত বিষয়টি নজরে রাখতে পারেননি। তাই তিনিই রিভিউয়ের আবেদন করেননি।