Advertisement
০৯ সেপ্টেম্বর ২০২৪
Gautam Gambhir

ভারতীয় দলে কী ভাবে ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্র ঢুকিয়েছেন গম্ভীর? জানালেন যশস্বী

মাত্র দু’টি সিরিজ়ে ভারতের কোচ হিসাবে কাজ করেছেন তিনি। এর মধ্যে ক্রিকেটারদের ভিতরে ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্র ঢুকিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। ব্যাখ্যা করলেন যশস্বী জয়সওয়াল।

cricket

গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৫
Share: Save:

মাত্র দু’টি সিরিজ়ে ভারতের কোচ হিসাবে কাজ করেছেন তিনি। এর মধ্যে ক্রিকেটারদের ভিতরে ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্র ঢুকিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভারত হারলেও গম্ভীর চিন্তা করতে বারন বলেছেন। স্পষ্ট বার্তা দিয়েছেন, ভয়ডরহীন ক্রিকেট খেলাই আগামী দিনে তাঁদের লক্ষ্য হতে চলেছে।

দলীপ ট্রফি খেলতে নামার আগে এ কথা বলেছেন যশস্বী জয়সওয়াল। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “শ্রীলঙ্কা সিরিজ়‌ে গম্ভীরের সঙ্গে অনেক কথা হয়েছে। উনি বার বার আমাদের পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, মাঠে নেমে স্রেফ খোলা মনে খেলতে। খেলাটা উপভোগ করতে। উনি আমাদের পাশে থাকবেন।”

যশস্বীর মতে, “এটা অনেক বড় ভরসার কথা। আমাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার সাহস পেয়ে গিয়েছি।” উল্লেখ্য, টেস্ট এবং টি-টোয়েন্টিতে ওপেনার হিসাবে নিজের জায়গা পাকা করার লক্ষ্যে যশস্বী। এক দিনের ক্রিকেটে এখনও তাঁর অভিষেক হয়নি।

তবে আপাতত মন দিয়েছেন লাল বলের ক্রিকেটে। দলীপ ট্রফিতে খেলতে নেমেছেন। ভারত ‘বি’ দলের হয়ে খেলতে নেমে ৩০ রান করেছেন। তার আগে তিনি বলেছেন, “অনুশীলনে কঠোর পরিশ্রম করছি। প্রথমত, দলীপ ট্রফিতে ভাল কিছু করার লক্ষ্যে। দ্বিতীয়ত, সামনেই বাংলাদেশ সিরিজ়‌ রয়েছে। ব্যক্তিগত কোনও লক্ষ্য স্থির করিনি। তবে ক্রিকেটে ধারাবাহিক হতে গেলে নিজের দক্ষতা বার বার ঝালিয়ে নেওয়া দরকার।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gautam Gambhir BCCI Yashasvi Jaiswal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE