সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই বনাম রাজস্থান ম্যাচের মাঝেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। গত দু’দিনে যশস্বীর স্বাস্থ্যের বেশ অবনতি হয়েছে। আপাতত তাঁকে সাত থেকে দশ দিনের বিশ্রামে পাঠানো হয়েছে। ফলে আগামী কয়েক দিনে কোনও ম্যাচ খেলতে পারবেন না যশস্বী।
মুম্বইয়ের ম্যাচ চলাকালীন পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল যশস্বীর। মনে করা হয়েছিল সংক্রমণ হয়েছে। আল্ট্রাসাউন্ড পরীক্ষার পর জানা যায়, তিনি ‘অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরাইটিস’-এ ভুগছেন। তাঁকে ওষুধ দেওয়া হয়েছে।
‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, যশস্বীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি মুম্বইয়ে নিজের বাড়ি ফিরে গিয়েছেন। দু’কেজি ওজন কমেছে তাঁর। সাত থেকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এক সূত্র বলেছেন, “খাবার থেকে বিষক্রিয়া হয়েছে। পুণের হোটেলে কিছু একটা খেয়েছিল, যা থেকে এই অবস্থা। ব্যথা হচ্ছিল ওর। তবে ওষুধ দেওয়ার পর এখন অনেকটা ভাল আছে। দু’দিনে ২ কেজি ওজন কমেছে ওর। এখন বিশ্রামে থাকতে হবে।”
আরও পড়ুন:
বিজয় হজারে ট্রফির শুরুর দিকের ম্যাচে যশস্বীর খেলার সম্ভাবনা নেই। ২৪ ডিসেম্বর সিকিমের বিরুদ্ধে অভিযান শুরু মুম্বইয়ের। সেখানে রোহিত শর্মার সঙ্গে ওপেন করার সুযোগ ছিল যশস্বীর। তবে ওই সূত্রের খবর অনুযায়ী, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে থাকবেন যশস্বী। ফলে বিজয় হজারেতে খেলার ব্যাপারে ঝুঁকি নেওয়া হবে না। বোর্ডের চিকিৎসক দলও যশস্বীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছে।