শীতের শুরুতেই কলকাতা জমজমাট টি-টোয়েন্টি ক্রিকেট। প্রতিযোগিতার অন্যতম সেরা আকর্ষণ বৈভব সূর্যবংশী। বিহারের কিশোর ব্যাটার কলকাতায় থাকবে বেশ কয়েক দিন। স্বভাবতই বাংলার ক্রিকেটপ্রেমীরা গ্যালারিতে বসে সূর্যবংশীর আগ্রাসী ব্যাটিং দেখার সুযোগ পাবেন।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপ ‘বি’র ম্যাচগুলির আয়োজক সিএবি। কিছু ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। কয়েকটি সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। প্রতিযোগিতার গ্রুপ ‘বি’তে রয়েছে বিহার। দলের সঙ্গে আসবে সূর্যবংশীও। কলকাতার মাঠে তার খেলাও এক রকম নিশ্চিত। কারণ ১৪ বছরের সূর্যবংশী বিহারের সহ-অধিনায়ক।
সূর্যবংশীর আগ্রাসী ব্যাটিং ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। যে কোনও ম্যাচেই সূর্যবংশীকে ঘিরে আলাদা আগ্রহ থাকে ক্রিকেটপ্রেমীদের। বাংলার ক্রিকেটপ্রেমীরা এ বার গ্যালারিতে বসে সূর্যবংশীর ব্যাট হাতে তাণ্ডব দেখার সুযোগ পাবেন।
কিশোর ব্যাটারের চার-ছক্কা চাক্ষুস করার প্রথম সুযোগ হতে পারে আগামী ২৬ নভেম্বর, বুধবার। সে দিন ইডেনে বিহারের প্রথম ম্যাচ চণ্ডীগড়ের বিরুদ্ধে। বুধবারের ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৪টে থেকে। কলকাতায় আরও ছ’টি ম্যাচ খেলবে সূর্যবংশী।
প্রতিযোগিতায় বিহারের পরের ম্যাচ ২৮ নভেম্বর ইডেনে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সকাল ১১টা থেকে। তার পর ৩০ নভেম্বর জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ ইডেনে বিকাল সাড়ে ৪টে থেকে। বিহারের চতুর্থ ম্যাচ ২ ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে সকাল ১১টা থেকে। পঞ্চম ম্যাচ ৪ ডিসেম্বর গোয়ার বিরুদ্ধে সল্টলেকে দুপুর ১.৩০ থেকে। ষষ্ঠ ম্যাচ ৬ ডিসেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে সল্টলেকে দুপুর ১.৩০ থেকে। সপ্তম ম্যাচ ৮ ডিসেম্বর উত্তরপ্রদেশের বিরুদ্ধে সল্টলেকে সকাল ৯টা থেকে।
সূর্যবংশী ছাড়াও ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলতে কলকাতায় আসছেন রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার, উমরান মালিক, রুতুরাজ গায়কোয়াড়, পৃথ্বী শ, অর্জুন তেন্ডুলকরের মতো ক্রিকেটারেরাও।