দেশের হয়ে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই অধিনায়ক। এমন ঘটনা সচরাচর দেখা যায় না। জ়িম্বাবোয়ের ক্রিকেটে এমনটাই ঘটল। জোনাথন ক্যাম্পবেল জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই নেতৃত্ব দিলেন দলকে। সম্পর্কে তিনি প্রাক্তন ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্পবেলের পুত্র।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলতে নেমেছে জ়িম্বাবোয়ে। সেই ম্যাচেই দলকে নেতৃত্ব দিচ্ছেন ২৭ বছরের ক্যাম্পবেল। টেস্ট শুরু হওয়ার কিছু ক্ষণ আগে অধিনায়ক ক্রেগ এরভিন পারিবারিক কারণে না খেলার সিদ্ধান্ত নেন। তাই ক্যাম্পবেলকে অধিনায়ক করা হয়। জ়িম্বাবোয়ের তরফে জানানো হয়েছে যে, ঘরোয়া ক্রিকেটে ক্যাম্পবেল নেতৃত্ব দিয়েছেন। তিনি মাঠে দারুণ প্রাণশক্তির সঞ্চার করেন। ফর্মেও রয়েছেন ক্যাম্পবেল। সেই কারণেই তাঁকে অধিনায়ক করা হয়েছে বলে জানিয়েছে জ়িম্বাবোয় ক্রিকেট বোর্ড।
১৯৯২ সালে প্রথম বার টেস্ট খেলেছিল জ়িম্বাবোয়ে। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ডেভ হাউটন। অভিষেক ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছিলেন তিনি। হাউটনের পর জ়িম্বাবোয়ের হয়ে এই প্রথম কেউ অভিষেক টেস্টে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন।
আরও পড়ুন:
গত বছর দক্ষিণ আফ্রিকার নিল ব্র্যান্ড অভিষেক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই দলের অধিনায়ক ছিলেন ব্র্যান্ড। দেশের প্রথম টেস্ট ছাড়া এটাই এক মাত্র নজির যেখানে অভিষেক টেস্টেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে কোনও ক্রিকেটারকে।
ক্যাম্পবেল ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ১৯১৩ রান করেছেন তিনি। চারটি শতরানও আছে তাঁর। বল হাতেও যথেষ্ট কার্যকরী তিনি। ৪২টি উইকেট নিয়েছেন। লেগ স্পিন করেন তিনি। গত বছর দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্যাম্পবেলের।
ক্যাম্পবেলের বাবা দেশের হয়ে ৬০টি টেস্ট এবং ১৮৮টি এক দিনের ম্যাচ খেলেছিলেন। অ্যালিস্টার জ়িম্বাবোয়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজারের উপর রান আছে তাঁর। ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলেছিলেন তিনি।