৭ বলে মাত্র ২ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক দীর্ঘ দিন ধরেই রান পাচ্ছেন না। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তা নিয়ে চিন্তা নেই রোহিতের। অধিনায়ক যদিও চিন্তিত ইনিংসের শেষ দিকে উইকেট হারানো নিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট জিতে এমনটাই জানালেন রোহিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে রান পাননি। এর আগে অস্ট্রেলিয়া সফরেও রান ছিল না তাঁর ব্যাটে। রঞ্জি খেলেও রানে ফিরতে পারেননি। আশা ছিল সাদা বলের ক্রিকেটে রান পাবেন। কিন্তু সেটা হয়নি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটা নিয়ে চিন্তা নেই রোহিতের। ম্যাচ শেষে তাঁর কাছে ধারাভাষ্যকার মুরলী কার্তিক জানতে চেয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোন জায়গায় উন্নতি প্রয়োজন। সেখানে রোহিত বলেন, “কোনও বিশেষ জায়গায় উন্নতির প্রয়োজন দেখছি না। আমরা চাই দল হিসাবে সবাই নিজেদের কাজটা করুক। শেষ দিকে উইকেট হারিয়েছি আমরা। সেটা ঠিক হয়নি। তবে অনেক সময় বোলারদের উপর চাপ তৈরি করতে গিয়ে হয়ে যায় এমন। সেটা নিয়ে এত ভাবছি না।”
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের কাছে ইংল্যান্ড সিরিজ়টাই প্রস্তুতির শেষ সুযোগ। সেখানে রোহিতের রান না পাওয়া সত্যিই চিন্তার। কিন্তু অধিনায়ক সেটা নিয়ে বিশেষ ভাবে ভাবছেন না। তিনি বলেন, “অনেক দিন পর আমরা এক দিনের ক্রিকেট খেলছি। শুরু থেকেই নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলেছি। ইংল্যান্ড শুরুটা ভাল করেছিল। কিন্তু আমরা ঠিক সময়ে ম্যাচে ফিরে আসতে পেরেছি।”
আরও পড়ুন:
ভারতীয় দলের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অক্ষর পটেল ৫২ রান করেন। বাঁহাতি বলে তাঁকে লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্যদের আগে নামানো হয়। রোহিত বলেন, “আমরা মিডল অর্ডারে এক জন বাঁহাতিকে চাইছিলাম। সেই কারণেই অক্ষরকে নামানো হয়েছিল। ওদের স্পিনারদের সামলানোর জন্য এক জন বাঁহাতিকে প্রয়োজন ছিল। সেই কারণেই আমরা অক্ষরকে নামিয়ে দিই। শুভমন (গিল) এবং অক্ষর খুব ভাল ব্যাট করে।”
ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২৪৮ রান করে। ভারত ১১.২ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয়। ভারতের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন হর্ষিত রানা এবং রবীন্দ্র জাডেজা। ব্যাট হাতে শুভমন গিল ৮৭ রান করেন। তিনিই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।