এক দিনের ক্রিকেটে ফিরেও রান পেলেন না রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে রান পাননি। রঞ্জি ট্রফিতে খেলতে নেমেও রান করতে পারেননি তিনি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ বলে ২ রান করে আউট হয়ে যান রোহিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ২৪৯ রানের লক্ষ্য মাথায় নিয়ে নেমেছে। সেই রান করতে নেমে শুরুতেই অধিনায়ককে হারাল ভারত। সাকিব মাহমুদের বল লেগ সাইডে ফ্লিক করতে গিয়েছিলেন রোহিত। ঠিকমতো ব্যাটে লাগেনি তাঁর। মিড উইকেটের উপর দিয়ে মারতে গিয়ে মিড অনে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে বসেন রোহিত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে রান পাননি রোহিত। তার পরেই রঞ্জি খেলার কথা বলেছিলেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু সেখানেও রান পাননি রোহিত। মনে করা হয়েছিল সাদা বলের ক্রিকেটে ফিরলে তিনি রান পাবেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের রান পাননি তিনি। মাত্র ২ রান করে আউট হয়ে গেলেন।
আরও পড়ুন:
রঞ্জিতে মুম্বইয়ের হয়ে একটি ইনিংসে ৩ রান করেছিলেন রোহিত। দ্বিতীয় ইনিংসে করেন ২৮ রান। সেই ইনিংসে বেশ কয়েকটি বাউন্ডারি মেরেছিলেন। সমর্থকদের আশা ছিল রোহিত ফর্মে ফিরবেন। কিন্তু প্রথম এক দিনের ম্যাচে রান পেলেন না তিনি। যদিও দেশের জার্সিতে দীর্ঘ দিন ধরেই রান নেই তাঁর ব্যাটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্ট মিলিয়ে ৩১ রান করেছিলেন রোহিত। দেশের হয়ে শেষ ১৬টি ইনিংস মিলিয়ে মাত্র ১৬৬ রান করেছেন তিনি। এর মধ্যে অর্ধশতরান একটি।
রোহিত রান না পাওয়ায় ভুগছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেমন রান পাননি, তেমনই ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড সিরিজ়েও ব্যর্থ হয়েছিলেন রোহিত। ভারত দু’টি সিরিজ়ই হেরে যায়। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারত জিতলেও রোহিত রান পাননি। তিনি সেখানে চারটি ইনিংস মিলিয়ে করেছিলেন ৪২ রান। ধারাবাহিক ভাবে ব্যর্থ রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা চিন্তার কারণে ভারতের জন্য। বড় প্রতিযোগিতায় রোহিত যদি শুরুতে রান না পান তা হলে সমস্যা হবে দলের। বৃহস্পতিবার বিরাট কোহলি খেলেননি। তিনিও রানের মধ্যে নেই। আগামী দিনে যদিও তিনি রান না পান, তা হলে বড় সমস্যায় পড়বে ভারত।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন রোহিত। ট্রফি জিতে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। এখন দেশের হয়ে শুধু টেস্ট এবং এক দিনের ক্রিকেট খেলেন রোহিত। কিন্তু সেখানেও রান পাচ্ছেন না। দেশের অধিনায়ক এবং অন্যতম সেরা ব্যাটার ধারাবাহিক ভাবে রান করতে ব্যর্থ হচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধ শেষ টেস্টে রোহিতকে ছাড়া খেলতে নেমেছিল ভারত। তিনি নিজেই বসে গিয়েছিলেন ব্যাটে রান নেই বলে। এক দিনের ক্রিকেটেও তেমন হবে? দলে শুভমন গিলের মতো ওপেনার রয়েছেন। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের অভিষেক হয়েছে এক দিনের ক্রিকেটে।