ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে চোটের কারণে খেলছেন না বিরাট কোহলি। ভারতের অন্যতম ফিট ক্রিকেটার তিনি। সাধারণত চোটের কারণে কোহলি খেলছেন না এমন দেখা যায় না। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, হাঁটুর চোটে প্রথম এক দিনের ম্যাচে নেই কোহলি।
কোহলির নেতৃত্বে ভারতীয় দলের সকলেই ফিটনেসে বাড়তি নজর দিতেন। অধিনায়ক নিজে এতটাই ফিট যে, বাকিদের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। ২০১৫ সালের পর থেকে ভারতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসে উন্নতি দেখা গিয়েছিল। কোহলি চোটের কারণে খেলতে পারছেন না, এমনটা খুব বেশি দেখা যায় না। ১৭ বছরের কেরিয়ারে মাত্র ছ’বার চোটের কারণে খেলতে পারলেন না তিনি। শেষ দু’সপ্তাহে দু’বার। কবে কবে চোটের কারণে খেলতে পারেননি কোহলি?
২০১৭, বিপক্ষে অস্ট্রেলিয়া
সেই সময় কোহলি অধিনায়ক। কিন্তু ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলতে পারলেন না তিনি। তৃতীয় টেস্টে ফিল্ডিং করার সময় রাঁচীতে চোট পেয়েছিলেন কোহলি। চোট সারিয়ে উঠতে পারেননি তিনি। চতুর্থ টেস্টে তাই ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্ক রাহানে। সেই ম্যাচে আট উইকেটে জিতে সিরিজ় ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।
২০১৮, বিপক্ষে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কেপ টাউনে খেলেননি কোহলি। সেই সময় সিরিজ় ড্র ছিল ১-১ ফলে। শেষ ম্যাচে ঘাড়ের চোটের কারণে খেলতে পারেননি কোহলি। রোহিত শর্মা নেতৃত্ব দিয়েছিলেন। সেই ম্যাচ জিতেছিল ভারত। সিরিজ়ও জিতেছিল।
আরও পড়ুন:
২০২২, বিপক্ষে দক্ষিণ আফ্রিকা
প্রথম টেস্টে ভারত ১১৩ রানে জিতেছিল। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি কোহলি। তাঁর পিঠে চোট ছিল। যে কারণে বাধ্য হয়েছিলেন বসতে। লোকেশ রাহুল নেতৃত্ব দিয়েছিলেন দলকে। সেই ম্যাচে ভারত ৭ উইকেটে হেরে যায়। ১-০ এগিয়ে থেকেও ১-১ ফলে শেষ হয় সিরিজ়।
২০২২, বিপক্ষে ইংল্যান্ড
শেষ বার আন্তর্জাতিক ম্যাচে চোটের কারণে কোহলি বসেছিলেন ২০২২ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে সে বারও প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। যদিও সেই ম্যাচ জিততে অসুবিধা হয়নি ভারতের। জসপ্রীত বুমরাহ একাই ৬ উইকেট নিয়েছিলেন। ১১০ রানে শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। সহজেই ম্যাচ জিতেছিল ভারত।
২০২৫, বিপক্ষে সৌরাষ্ট্র
রঞ্জিতে এই মরসুমে খেলেছেন কোহলি। তাঁকে দিল্লি দলে রেখেছিল সৌরাষ্ট্রের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচটা খেলতে পারেননি কোহলি। তাঁর ঘাড়ে ব্যথা ছিল। সেই চোটের কারণে খেলতে পারেননি তিনি। পরের ম্যাচে যদিও রেলওয়েজ়ের বিরুদ্ধে খেলেছিলেন কোহলি।
২০২৫, বিপক্ষে ইংল্যান্ড
বৃহস্পতিবার কোহলি খেলছেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে পারছেন না তিনি। তাঁর পরিবর্তে হয়তো তিন নম্বরে ব্যাট করতে নামবেন শ্রেয়স। সাধারণত তিনি চার নম্বরে ব্যাট করেন।