Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সি আর সেভেনের হুঙ্কার, বিতর্কিত মন্তব্য বেলেরও

নতুন ক্লাবের জার্সি গায়ে সি আর সেভেন গোলের খাতা খোলার পরের দিনেই মুখ খুললেন রিয়াল মাদ্রিদে তাঁর একদা সতীর্থ গ্যারেথ বেল।

যুযুধান: রোনাল্ডোকে খোঁচা দেওয়ার চেষ্টা বেলের। —ফাইল চিত্র।

যুযুধান: রোনাল্ডোকে খোঁচা দেওয়ার চেষ্টা বেলের। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৭
Share: Save:

রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে সই করার পরে তিন ম্যাচে কোনও গোল পাননি তিনি। কিন্তু রবিবার সেরি আ-র ম্যাচে সাসউয়োলো-র বিরুদ্ধে গোল করার পরে নতুন প্রেরণায় ফুটছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর হুঙ্কার, ‘‘আমার প্রিয় প্রতিযোগিতার নাম চ্যাম্পিয়ন্স লিগ।’’

অন্য দিকে, নতুন ক্লাবের জার্সি গায়ে সি আর সেভেন গোলের খাতা খোলার পরের দিনেই মুখ খুললেন রিয়াল মাদ্রিদে তাঁর একদা সতীর্থ গ্যারেথ বেল। তিনি বলে দিলেন, ‘‘রোনাল্ডোহীন রিয়াল মাদ্রিদের দলগত সংহতি আরও তুঙ্গে।’’

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার অভিযান শুরু করছে রোনাল্ডোর জুভেন্তাস। যে অ্যাওয়ে ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। সেই ম্যাচের আগে রোনাল্ডো বলছেন, ‘‘ভ্যালেন্সিয়ায় খেলতে যাওয়া অনেকটা আমার নিজের ঘরের মাঠে খেলতে নামার মতো। আমার প্রিয় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ। আমাদের গ্রুপ বেশ শক্ত। চাইব ভাগ্য আমাদের সহায় হোক। তবে মাঠে নামার জন্য আর তর সইছে না।’’

গ্রুপ ‘এইচ’-এ রোনাল্ডোদের গ্রুপে বাকি দুই দল হল সুইৎজারল্যান্ডের ইয়ং বয়েজ এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত পাঁচ বছরের মধ্যে চার বারই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনাল্ডো। পাশাপাশি, ১২০ গোল করে ইতিমধ্যেই এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও তিনি। যদিও তাঁর নতুন দল জুভেন্তাস এই প্রতিযোগিতা জেতেনি গত বাইশ বছরে। শেষ বার এই ট্রফি তাঁরা জিতেছিল ১৯৯৬ সালে। এ বার দেখার রোনাল্ডো দলের সঙ্গে যোগ দেওয়ায় জুভেন্তাসের চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য ঠিক হয় কি না।

এ দিকে, বুধবার চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে নামছে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদও। ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাওয়ে তাঁদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইটালির ক্লাব এ এস রোমা। সেই ম্যাচের আগে রিয়ালের অন্যতম ভরসা গ্যারেথ বেল তাঁর প্রাক্তন সতীর্থকে টেনে এনে বলেছেন, ‘‘আগে বিশেষ কারও উপর নির্ভর করত দল। কিন্তু এখন তা না করে একটা দল হিসেবে নিজেকে মেলে ধরছি আমরা। রোনাল্ডোহীন রিয়ালের দলগত সংহতি তুঙ্গে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE