Advertisement
২৫ এপ্রিল ২০২৪
মেসি, নেইমারের গোলে জয় বার্সার

রাউলের সঙ্গে বিতর্ককেও পাঁচ গোল রোনাল্ডোর

রাউল গঞ্জালেসের লা লিগায় গোলের রেকর্ডকে চূর্ণ করে দেওয়া। টিমের ভেতরে তাঁকে নিয়ে পূঞ্জীভূত অশান্তির মেঘকে এক ঝটকায় উড়িয়ে সোনা রোদ এনে দেওয়া। অন্তত বেশ কিছু দিনের জন্য সমালোচকদের মুখ, তাঁর রিয়াল মাদ্রিদ ছাড়ার জল্পনাকে স্তব্ধ করে দেওয়া। এস্পানিওলের বিরুদ্ধে তাঁর পাঁচটা গোলে একে একে সবই করে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! ম্যাচের কুড়ি মিনিটের মধ্যে হ্যাটট্রিক, নব্বই মিনিটের শেষে নামের পাশে পাঁচটা— পর্তুগিজ মহাতারকার এমন গোল-ঝড়ের পর বাকি আলোচনার কিছু পড়ে থাকে না, থাকার কথাও নয়

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪১
Share: Save:

রাউল গঞ্জালেসের লা লিগায় গোলের রেকর্ডকে চূর্ণ করে দেওয়া।
টিমের ভেতরে তাঁকে নিয়ে পূঞ্জীভূত অশান্তির মেঘকে এক ঝটকায় উড়িয়ে সোনা রোদ এনে দেওয়া।
অন্তত বেশ কিছু দিনের জন্য সমালোচকদের মুখ, তাঁর রিয়াল মাদ্রিদ ছাড়ার জল্পনাকে স্তব্ধ করে দেওয়া।
এস্পানিওলের বিরুদ্ধে তাঁর পাঁচটা গোলে একে একে সবই করে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
ম্যাচের কুড়ি মিনিটের মধ্যে হ্যাটট্রিক, নব্বই মিনিটের শেষে নামের পাশে পাঁচটা— পর্তুগিজ মহাতারকার এমন গোল-ঝড়ের পর বাকি আলোচনার কিছু পড়ে থাকে না, থাকার কথাও নয়। এস্পানিওলকে শেষ পর্যন্ত ছ’টা দিয়ে থামল রিয়াল। যা শুধু সংখ্যা মাত্র। বড় প্রেক্ষাপট বিচারে যার মধ্যে রোনাল্ডোর অনেক অপমান, অনেক যন্ত্রণার শোধ নেওয়া মিশে থাকবে।
গত ন’টা ম্যাচে গোল পাননি। মাঝে একটা সময় তাঁর নাম পাল্টে সমালোচকরা ব্যঙ্গাত্মক ভাবে করে দিয়েছিলেন ‘পেনাল্ডো’! পেনাল্টি ছাড়া নাকি রোনাল্ডো আর গোল করতে পারেন না। রিয়াল ভাল দাম পেলে তাঁকে ছেড়ে দিতে রাজি, এমন কথা বলা হয়েছে। টিমে তাঁর বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে। রোনাল্ডো নাকি ড্রেসিংরুমের পরিবেশকে নষ্ট করেছেন। গ্যারেথ বেলের সাফল্যকে সহ্য করতে পারছেন না। এতটাই অশান্তির মুখে ফেলে দিয়েছেন ওয়েলস উইজার্ডকে যে বেলকে নাকি মনোবিদ পর্যন্ত দেখাতে হয়েছে! এস্পানিওলের ঘরের মাঠে অত অশান্তি, অত গণ্ডগোলের ছবি পাওয়া গেল কোথায়? যে বেল বনাম রোনাল্ডো নিয়ে এত চর্চা, সেই বেলকেই তো দেখা গেল সর্বপ্রথম রেকর্ডের রোনাল্ডোকে জড়িয়ে ধরতে।
কী করা যাবে, সিআর সেভেন তো বুঝিয়ে দিলেন আজও রিয়ালের আসল ‘বস’ কে।
রাউল গঞ্জালেস প্রাক্-তিকিতাকা স্পেনের সবচেয়ে আলোচিত ফুটবলার ছিলেন। রিয়াল মাদ্রিদের দীর্ঘ দিনের সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে সফল যোদ্ধা ছিলেন। কিন্তু শনিবারের পর তাঁর নামের পাশে ‘ভেরি গুড নাম্বার টু’ বসে গেল। রিয়াল ইতিহাসে আজ থেকে গোলের বিচারে রোনাল্ডো এক, রাউল দুই। রিয়ালের হয়ে লা লিগায় রাউলের ২২৮ গোলের রেকর্ড রোনাল্ডো শুধু ভাঙেননি, এমন ভাবে ভাঙলেন যে ‘গুড’ নন, রাউল হয়ে গেলেন ‘ডিসট্যান্ট নাম্বার টু’! রোনাল্ডোর ২৩১ গোল তো এল মাত্র ২০৪ ম্যাচে। রাউলের ২২৮-এ পৌঁছতে লাগে সাড়ে পাঁচশো ম্যাচ!

ম্যাচের সাত মিনিট থেকে এ দিন গোলের তাণ্ডব শুরু করে দেন রোনাল্ডো। কুড়ি মিনিটের মধ্যে লা লিগায় নিজের বত্রিশ নম্বর হ্যাটট্রিকটা করে ফেলেন। ধরে ফেলেন তাঁর ‘মহাশত্রু’ লিওনেল মেসির স্পেনে হ্যাটট্রিক সংখ্যাকে। বিরতির আগে তিনটে, পরে আরও দু’টো। রেকর্ডের পর বিভিন্ন কাগজে লেখালেখি চলছে তাঁর বিভিন্ন নামকরণ নিয়ে। কারও কাছে তিনি এখন ‘প্রেডেটর’। সর্বক্ষণ যিনি গোলক্ষুধায় ভুগছেন! কেউ আবার তাঁর বিখ্যাত সাত নম্বর জার্সি সংখ্যার পাশে বসাতে চাইছেন এক অদ্ভুত বিশেষণ। সিআর সেভেন পাল্টে করে দিচ্ছেন— সেভেন, দ্য নাম্বার অব দ্য বিস্ট!

উপায় কী? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো বুঝিয়ে দিলেন, সুপার স্পোর্টসম্যানদের গর্বে কখনও হাত দিতে নেই। দিলে টুকরো-টুকরো হয়ে পড়ে থাকতে হয়। মাত্র নব্বই মিনিটে!

রোনাল্ডোর গোলমেশিন যেখানে চলছে, সেখানে মেসিও থেমে নেই। দ্বিতীয়বার বাবা হওয়ার পরের দিনই গোলে ফিরলেন বার্সার সেরা তারকা। সঙ্গে ব্রাজিলীয় সুপারস্টার নেইমারও। দু’জনের গোলে শনিবার আটলেটিকো মাদ্রিদ ১-২ হারল। ম্যাচের ৬০ মিনিটে মাঠে নেমে ৭৭ মিনিটে গোল দেন মেসি। নেইমার ৫৫ মিনিটে। ফার্নান্দো তোরেসের গোলে অবশ্য এগিয়ে গিয়েছিল আটলেটিকোই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo La Liga Real Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE