দিন কয়েক আগেই হেলাস ভেরোনা-র কাছে তাঁর ক্লাব জুভেন্তাস ২-১ গোলে হেরেছে। আর হেরেছে বলে বাড়িতে বসে থাকাও চলবে না। ক্রিস্টিয়ানো রোনাল্ডো মেয়ের ‘তত্বাবধানে’ জিমে কসরত করছেন। এমনই একটি ভিডিয়ো নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াগুলিতে।
নিজের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে আট সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট করেছেন সিআর৭। সেখানে দেখা যাচ্ছে একটি এক্সারসাইজ বলের উপর ব্যায়াম করছেন। আর তাঁর পেটের উপর বসে রয়েছে দু’বছরের মেয়ে অ্যালানা। যেন বাবা ঠিকঠাক শরীরচর্চা করছে কিনা, কঠোর নজর রাখছে একরত্তি মেয়ে।
রোনান্ডো নিজেই ভিডিয়োটির ক্যাপসন দিয়েছেন, ‘নো এক্সকিউজ’ (কোনও অজুহাত নয়)। অর্থাত্ যেন হারের দুঃখে বসে থাকা যাবে না, পরের লড়াইয়ের জন্য তৈরি করতে হবে নিজেকে।
আরও পড়ুন: প্রথমবার প্রকাশ্যে ফ্যাশন শো, কাবুলের পথে হাঁটলেন আফগান সুন্দরীরাও
রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজের চার সন্তান। অ্যালানা ছাড়াও ন’বছরের ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র রয়েছে। এছাড়াও ২০১৭ সালের জুনে সারোগেট মাদারের গর্ভে জন্ম নেয় যমজ সন্তান মাতেও এবং ইভা।
আরও পড়ুন: করোনাভাইরাসের সঙ্গে লড়তে লড়তে মুখের ‘আকৃতি’ বদলে যাচ্ছে নার্সদের!
দেখুন সেই ভিডিয়ো:
No excuses 🤷🏽♂️💪 pic.twitter.com/QNjMQDvfd4
— Cristiano Ronaldo (@Cristiano) February 10, 2020