Advertisement
১৯ এপ্রিল ২০২৪
স্প্যানিশ সুপার কাপ (প্রথম পর্ব) // রিয়াল মাদ্রিদ ৩ : বার্সেলোনা ১

বার্সা-বধ করেও শাস্তি রোনাল্ডোর

২৩ এপ্রিল ২০১৭। বের্নাবাউ-তে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে লা লিগার ম্যাচে গোল করেই জার্সি খুলে গ্যালারির দিকে তুলে ধরেছিলেন মেসি। গত চার মাস যেন এই দিনটার জন্যেই অপেক্ষা করেছিলেন রোনাল্ডো।

এপ্রিলের বের্নাবাউয়ে এল ক্লাসিকো জিতে জার্সি খুলে উৎসব করেছিলেন লিওনেল মেসি । রবিবার ক্যাম্প ন্যু-তে যার জবাব দিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এএফপি ফাইল চিত্র।

এপ্রিলের বের্নাবাউয়ে এল ক্লাসিকো জিতে জার্সি খুলে উৎসব করেছিলেন লিওনেল মেসি । রবিবার ক্যাম্প ন্যু-তে যার জবাব দিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এএফপি ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ০৫:৪১
Share: Save:

লিওনেল মেসির সাম্রাজ্যে সম্রাট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

স্যান্তিয়াগো বের্নাবাউয়ের জবাব ক্যাম্প ন্যু-তে!

২৩ এপ্রিল ২০১৭। বের্নাবাউ-তে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে লা লিগার ম্যাচে গোল করেই জার্সি খুলে গ্যালারির দিকে তুলে ধরেছিলেন মেসি। গত চার মাস যেন এই দিনটার জন্যেই অপেক্ষা করেছিলেন রোনাল্ডো। রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালের প্রথম লেগে বার্সার বিরুদ্ধে গোল করে একই ভাবে জবাব দিলেন রোনাল্ডো। যা মনে করিয়ে দিচ্ছে পনেরো বছর আগে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ড-বধ করে লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি খুলে অ্যান্ড্রু ফ্লিন্টফকে জবাব দেওয়ার সেই দৃশ্য!

ক্যাম্প ন্যু-তে বার্সেলোনার বিরুদ্ধে রোনাল্ডোকে ছাড়াই দল নামিয়েছিলেন রিয়াল বস‌্ জিনেদিন জিদান। প্রথমার্ধে গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা বার্সা শিবিরের। জেরার পিকের আত্মঘাতী গোলে ৫০ মিনিটে এগিয়ে যায় রিয়াল। করিম বেঞ্জেমার পরিবর্তে সি আর সেভেনকে ৫৯ মিনিটে নামান জিদান। তার আঠারো মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ম্যাচে ফেরান মেসি। আর সেটাই যেন তাতিয়ে দিয়েছিল রিয়াল তারকাকে। তিন মিনিটের মধ্যেই পেনাল্টি বক্সের বাইরে থেকে বিশ্বমানের গোল করেই জার্সি শূন্যে ছুড়ে দিয়ে সুপার হিরো হাল্ক-কে নকল করেন। তাতেও যেন মন ভরেনি চার বারের ব্যালন ডি’ওর জয়ী তারকার। দু’হাতে জার্সি তুলে বার্সা সমর্থকদের দেখালেন। যার জন্য হলুদ কার্ডও দেখলেন তিনি। এর পর দু’মিনিটের মধ্যেই অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রোনাল্ডো!

বার্সা পেনাল্টি বক্সে স্যামুয়েল উমতিতি-র সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে যান রোনাল্ডো। কিন্তু পেনাল্টির আবেদন খারিজ করে দেন রেফারি। উল্টে প্লে-অ্যাকটিংয়ের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেন রোনাল্ডোকে। সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায়, ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচে রোনাল্ডোকে ছাড়াই খেলতে হবে রিয়ালকে। ম্যাচের পরেই সাংবাদিক বৈঠকে জিদান বলেছিলেন, ‘‘পেনাল্টি হয়তো ছিল না। কিন্তু রোনাল্ডোকে প্লে-অ্যাকটিংয়ের অভিযোগে হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছি না।’’

ম্যাচ রিপোর্টে জিদানের দাবি উড়িয়ে দিয়েছেন রেফারি। তাঁর অভিযোগ, ধাক্কা মেরেছেন রোনাল্ডো। যা শোনার পরেই আরও বড় শাস্তির আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রিয়াল শিবিরে। আশঙ্কা করা হচ্ছি, চার থেকে বারো ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন রোনাল্ডো। সোমবার স্প্যানিশ ফুটবল সংস্থা জানিয়ে দেয়, রেফারির অভিযোগের ভিত্তিতে পাঁচ ম্যাচ নির্বাসিত করা হয়েছে সি আর সেভেন-কে।

রোনাল্ডো অবশ্য খোশমেজাজেই আছেন। ম্যাচের চব্বিশ ঘণ্টা পরেও শেষ হয়নি তাঁর বার্সা বধের উৎসব। সোমবার সকালে একটি ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে প্র্যাকটিসের ফাঁকে সতীর্থদের সঙ্গে পেশি প্রদর্শন করছেন তিনি। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে মেসির বার্তা, ‘দিনটাই বাজে ছিল। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সবে তো শুরু হল’। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, ফাইনালের দ্বিতীয় পর্বে রোনাল্ডোকে জবাব দেওয়ার জন্যই এই বার্সা মেসির।

মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথে মরসুমের শুরুতেই উত্তপ্ত বিশ্ব ফুটবল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo suspended Real Madrid football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE