বুধবারই ঠিক হয়ে যেতে পারত কে জিতছেন ‘নরওয়ে চেস’। জেতার সবচেয়ে বেশি সুযোগ ছিল আমেরিকার ফাবিয়ানো কারুয়ানার। কিন্তু ভারতের অর্জুন এরিগাইসির কাছে হেরে গেলেন তিনি। একই দিনে হেরেছেন দাবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ ও বিশ্বের এক নম্বর নরওয়ের ম্যাগনাস কার্লসেন। তার ফলে জমে উঠেছে লড়াই। অষ্টম রাউন্ডের পরও বোঝা যাচ্ছে না, কে চ্যাম্পিয়ন হবেন।
১০ রাউন্ডের মধ্যে আট রাউন্ড হয়ে গিয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে কারুয়ানা। তাঁর পয়েন্ট ১২.৫। দ্বিতীয় স্থানে কার্লসেন। তাঁর পয়েন্ট ১২। বাকিরাও খুব পিছিয়ে নেই। জাপানের হিকারু নাকামুরা (১১.৫), গুকেশ (১১.৫), অর্জুন (১০.৫) ও চিনের ওয়েই ই (৮) পয়েন্ট পেয়েছেন। ওয়েই পিছিয়ে রয়েছেন। কিন্তু পরের দুটো ম্যাচে গুকেশ ও নাকামুরাকে হারাতে পারলে ৬ পয়েন্ট পাবেন তিনি। ফলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এই ছ’জনই রয়েছেন।
অর্জুন হারের মুখ থেকে ফিরে কারুয়ানার বিরুদ্ধে জিতেছেন। ৪৮ চাল পর্যন্ত পিছিয়ে ছিলেন ভারতীয় দাবাড়ু। তাঁর সময় পেরিয়ে যাচ্ছিল। কিন্তু নরওয়ে দাবা প্রতিযোগিতায় ১২০ মিনিটের ক্লাসিক্যাল গেমে ৪১তম চাল থেকে প্রতি চালে ১০ সেকেন্ড করে সময় বাড়ে। বিশ্বকাপের মতো খেলায় সেটা ৩০ সেকেন্ড করে বাড়ে। ফলে এই প্রতিযোগিতায় ৪১ চালের পর থেকে সময় খেলা ঘুরে যেতে পারে। সেটাই হয়েছে অর্জুনের ক্ষেত্রে। ধীরে ধীরে খেলার ফিরেছেন তিনি। চাপ পড়েছে কারুয়ানার উপর। শেষ পর্যন্ত ৭১ চালে ম্যাচ জেতেন অর্জুন।
আরও পড়ুন:
আগের দুটো ম্যাচে পিছিয়ে পড়ে ফিরেছিলেন গুকেশ। হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর কার্লসেন ও ভারতের অর্জুনকে। কিন্তু নাকামুরার বিরুদ্ধে পারেননি তিনি। ২০ চালের পরেই এগিয়ে যান নাকামুরা। অনেক চেষ্টা করেন গুকেশ। কিন্তু নাকামুরা কার্লসেনের মতো কোনও ভুল করেননি। ফলে ৫০ চালের পর হার স্বীকার করে নেন গুকেশ।
আবার একটা ম্যাচে ভুল করলেন কার্লসেন। চিনের ওয়েইয়ের বিরুদ্ধে তিনি এমন একটা ভুল করেন যা সকলকে অবাক করে দিয়েছে। সেই ভুলের পর নিজের উপর নিজেই হাসেন কার্লসেন। দেখে মনে হচ্ছিল, আগের ম্যাচে গুকেশের কাছে হারের ধাক্কা থেকে বার হতে পারেননি তিনি। সেই ম্যাচে জেতার পরিস্থিতি থেকে হেরেছিলেন কার্লসেন। আর এই ম্যাচে শুরুতেই ভুল করে ফেলেন তিনি। আর ফিরতে পারেননি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন।