Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বোর্ড প্রেসিডেন্টকে ‘ইডিয়ট’ বলে সমস্যায় ব্র্যাভো

বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি বাতিল করে ডারেন ব্র্যাভোকে ক্ষমা চাইতে বলল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। শনিবারের মধ্যে তিনি ক্ষমা না চাইলে আরও বড় শাস্তির খাঁড়া ঝুলছে ব্র্যাভোর মাথার উপর। এই ঘটনায় উত্তাল ক্যারিবিয়ান ক্রিকেট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০৩:৩৫
Share: Save:

বোর্ড প্রেসিডেন্টকে ‘বিগ ইডিয়ট’ বলার জের।

বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি বাতিল করে ডারেন ব্র্যাভোকে ক্ষমা চাইতে বলল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। শনিবারের মধ্যে তিনি ক্ষমা না চাইলে আরও বড় শাস্তির খাঁড়া ঝুলছে ব্র্যাভোর মাথার উপর। এই ঘটনায় উত্তাল ক্যারিবিয়ান ক্রিকেট।

জিম্বাবোয়েতে আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগেই ব্র্যাভোকে দেশে ফেরার নির্দেশ দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ বোর্ডের। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই খেপে যান ব্র্যাভো। গত সপ্তাহে বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন এক টিভি চ্যানেলে জানান, ব্র্যাভোকে গ্রেড সি-তে রাখা হয়েছিল। গত কয়েক বছর ধরে তাঁর পারফরম্যান্সের নিম্নমুখী গ্রাফ দেখেই এই সিদ্ধান্ত বলে জানান ক্যামেরন। এ রকম পারফরম্যান্স সত্ত্বেও একজন ক্রিকেটারকে গ্রেড এ-তে রাখাটা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

বোর্ড প্রেসিডেন্টের এই টিভি সাক্ষাৎকারের পর ব্র্যাভো পাল্টা টুইট করেন, ‘‘আপনিও তো গত চার বছর ধরে ব্যর্থ হয়ে আসছেন। আপনি কেন ইস্তফা দিচ্ছেন না? আমাকে কখনওই ‘এ’ গ্রেডে রাখা হয়নি। বিগ ইডিয়ট ডেভ ক্যামেরন।’’ এই মন্তব্যই এখন হাতিয়ার হয়ে গিয়েছে বোর্ড প্রশাসকদের। ব্র্যাভোকে বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট রিচার্ড পাইবাস জানিয়ে দিয়েছেন, ব্র্যাভো যদি শনিবার দুপুরের মধ্যে এই টুইট মুছে না দেন আর লিখিত ভাবে ক্ষমা না চান, তা হলে তা হলে তাঁর জন্য আরও বড় শাস্তি অপেক্ষা করে রয়েছে।

সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্র্যাভো ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। কিন্তু তার আগে পর্যন্ত তাঁর পারফরম্যান্স মোটেই ভাল ছিল না। ভারতের বিরুদ্ধে সাত ইনিংসে ১৩৯ করেন তিনি। ২০১৪-র নভেম্বরের পর থেকে ১৭ টেস্টে ১০৮৯ রান করেন ব্র্যাভো। এই পরিসংখ্যানেও অবশ্য তিনি দু’নম্বরে। ক্রেগ ব্রেথওয়েটের পরেই।

ও দিকে আবার সুনীল নারিনও ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Darren Bravo Idiot Remark
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE