Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভারতে খেলা খুব কঠিন, স্বীকার করছেন এলগার

তৃতীয় দিনের শেষে সাংবাদিক বৈঠকে এলগারকে প্রশ্ন করা হয়, ভারতীয় পরিবেশে ব্যাট করার অনুভূতি তাঁর কী রকম? এলগারের উত্তর, ‘‘ভারতের মাটিতে খেলা খুবই কঠিন। কাউন্টিতে সারের হয়ে খেলা আমাকে অনেক পরিণত করেছে।’’

 ভারতে এসে ঘূর্ণি পিচে স্পিনের ছোবল সামলে সেঞ্চুরি করলেন ডিন এলগার

ভারতে এসে ঘূর্ণি পিচে স্পিনের ছোবল সামলে সেঞ্চুরি করলেন ডিন এলগার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ০৪:৩৮
Share: Save:

ভারতীয় দলে প্রত্যাবর্তন ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন আর অশ্বিন। বাঁ-হাতি স্পিনার হিসেবে দ্রুততম ২০০ উইকেটের মালিক হয়েছেন রবীন্দ্র জাডেজা। শুক্রবারের বিশাখাপত্তনমে তাঁরা যে ভাবে বন্দিত, একই রকম ভাবে প্রশংসিত ডিন এলগার। ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ২৮৭ বলে ১৬০ রান করলেন তিনি।

তৃতীয় দিনের শেষে সাংবাদিক বৈঠকে এলগারকে প্রশ্ন করা হয়, ভারতীয় পরিবেশে ব্যাট করার অনুভূতি তাঁর কী রকম? এলগারের উত্তর, ‘‘ভারতের মাটিতে খেলা খুবই কঠিন। কাউন্টিতে সারের হয়ে খেলা আমাকে অনেক পরিণত করেছে। স্পিন খেলার অনেক শিক্ষা সেখান থেকে পেয়েছি।’’

ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য ‘স্লগ’ করতে দেখা গিয়েছে তাঁকে। স্পিনারদের বিরুদ্ধে এ ভাবেই খেলতে পছন্দ করেন? এলগারের উত্তর, ‘‘স্লগ করতে পছন্দ করি। বলতে পারেন, এটা আমার অন্যতম শক্তি। ভারতে টেস্ট খেলতে হলে ভয়ঙ্কর স্পিনারদের সামলাতে হবে। তার জন্য বিশেষ অঙ্ক কষে রাখাও দরকার।’’ কুইন্টন ডি ককের ইনিংসের প্রশংসা করে গেলেন এলগার। বললেন, ‘‘এই ইনিংস থেকেই হয়তো এক নতুন কুইনির (ডিকক) জীবন শুরু হল। ওর মতো প্রতিভাবান ক্রিকেটার কমই দেখেছি। আশা করি, সিরিজ জুড়ে এই ফর্ম চালিয়ে যাবে ও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE