Advertisement
E-Paper

৩১ বার অস্ত্রোপচার, তবু প্যারালিম্পিক্সে রুপো জিতে ইতিহাস অন্য দীপার

জিমন্যাস্টিক্সে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে এক দীপা ভারতকে তুলে এনেছিলেন বিশ্বের দরবারে। তার পর বিখ্যাত হয়ে যাওয়া সেই প্রোদুনোভা ভল্ট। যা এখন দাবি উঠছে দীপা ভল্ট নামে করে দেওয়ার। অলিম্পিক্সে পদক না এলেও চতুর্থ হয়েও ভারতকে তুলে ধরেছিলেন অনেকটা উচ্চতায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪৯
শট পাটে রুপোজয়ী দীপা মালিক। ছবি: দীপার ফেসবুক পেজ থেকে।

শট পাটে রুপোজয়ী দীপা মালিক। ছবি: দীপার ফেসবুক পেজ থেকে।

জিমন্যাস্টিক্সে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে এক দীপা ভারতকে তুলে এনেছিলেন বিশ্বের দরবারে। তার পর বিখ্যাত হয়ে যাওয়া সেই প্রোদুনোভা ভল্ট। যা এখন দাবি উঠছে দীপা ভল্ট নামে করে দেওয়ার। অলিম্পিক্সে পদক না এলেও চতুর্থ হয়েও ভারতকে তুলে ধরেছিলেন অনেকটা উচ্চতায়। কয়েকদিনের মধ্যেই সেই রিওতেই অন্য দীপা ভারতকে এনে দিলেন রৌপ্য পদক। সেও অলিম্পিক্স থেকেই। প্যারালিম্পিক্সে প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে পদক জিতে ইতিহাস গড়ে ফেললেন এই শট পাটার।

কোমরের পর থেকে পা পর্যন্ত অসার দীপার শরীর। আর্মি অফিসারের স্ত্রী ও দুই সন্তানের মা-এর জীবনটা বদলে গিয়েছিল যখন স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়েছিল। ১৭ বছর আগের কথা। তার পর থেকেই হাঁটা বন্ধ হয়ে যায়। ৩১টি অস্ত্রোপচারের পর শরীরে ১৮৩টি সেলাই নিয়েও আজ ক্রীড়া জগতের সিংহাসনে দীপা। শট পাট ছাড়াও জ্যাভলিন ও সাঁতারেও অংশ নিয়েছিলেন তিনি। জ্যাভলিনে এশিয়ান রেকর্ডের পাশাপাশি সাঁতারেও আন্তর্জাতিক স্তরে পদক রয়েছে দীপার। আজ বিশ্ব ক্রীড়ায় ভারতের নতুন মুখ হয়ে উঠে এলেন দীপা।

এ বছর অলিম্পিক্সে মহিলারাই ভারতকে পদক এনে মুখরক্ষা করেছিলেন। প্যারালিম্পিক্সেও সেই ধারা বজায় থাকল। শট পাটে রুপো জিতে নিলেন হরিয়ানার এই মেয়ে। হুইল চেয়ারে বসেই বাজিমাত দীপার।শট পাটের এফ-৫৩ ইভেন্টে দ্বিতীয় হলেন তিনি। ছ’বারের থ্রোয়ে দীপার সেরা থ্রো ছিল ৪.৬১ মিটার। এই নিয়ে প্যারালিম্পিক্সে তৃতীয় পদক জিতে নিল ভারত। হরিয়ানা স্পোর্টস স্কিম থেকে ৪কোটি টাকা পাবেন দীপা। এই ইভেন্টে বাহরিনের ফতেমা নেধাম সোনা জিতে নিয়েছেন।তৃতীয় গ্রীসের দিমিত্রা কোরোকিদা।

আরও খবর

পোলিও আক্রান্ত পা নিয়েই ব্রোঞ্জের লাফ বরুণের

Deepa Malik Paralympics 2016 Shot Put
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy