Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Cricket

চোটে ছিটকে গেলেন চহার, দলে এলেন দিল্লির তরুণ পেসার

বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে নজর কেড়েছিলেন চহার। মাত্র সাত রানে ছ’টি উইকেট নিয়ে প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন।

শেষ ম্যাচে নেই চহার। —ফাইল চিত্র।

শেষ ম্যাচে নেই চহার। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
কটক শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৬:০৬
Share: Save:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পিছিয়ে থেকে বিশাখাপত্তনমের দ্বিতীয় ওয়ানডে-তে নেমেছিল ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাটিং-তাণ্ডবে এবং পরে কুলদীপ যাদবের ঘূর্ণিতে ভারত সিরিজে সমতা ফিরিয়ে আনে।

দ্বিতীয় ওয়ানডে জিতে ওঠার রেশ কাটতে না কাটতেই খবর ছড়াল কটকের তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচে পিঠের চোটের জন্য ছিটকে গেলেন দীপক চহার। তাঁর পরিবর্তে দলে ঢুকলেন দিল্লির তরুণ পেসার নবদীপ সাইনি।

বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে নজর কেড়েছিলেন চহার। মাত্র সাত রানে ছ’টি উইকেট নিয়ে প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে নিজের সেরাটা দিতে দেখা যায়নি তাঁকে।

বিশাখাপত্তনমের দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে যেতে হল এই জোরে বোলারকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘‘দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করে দীপক। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করে দেখার পরে বিশ্রামের পরামর্শ দিয়েছে।’’

চিকিৎসকদের পরামর্শমতো তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচে দেখা যাবে না দীপক চহারকে। নবদীপ কি দীপক চহারের বিকল্প হয়ে উঠতে পারবেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE