প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ল আসন্ন আইপিএলে। যে আতঙ্কের কেন্দ্রে মুম্বই এবং ওয়াংখেড়ে স্টেডিয়াম। যেখানে ১০ এপ্রিল হওয়ার কথা চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।
শনিবার দুপুর থেকেই ছড়িয়ে পড়তে থাকে একে একে করোনা আক্রান্তদের খবর। জানা যায়, দিল্লি ক্যাপিটালসের স্পিনার অক্ষর পটেলের করোনা রিপোর্ট ‘পজ়িটিভ’ এসেছে। পাশাপাশি আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কর্মরত ১০ জন মাঠকর্মীর রিপোর্টেও করোনাভাইরাস ধরা পড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড নিযুক্ত ছ’জন ইভেন্ট ম্যানেজারের শরীরেও করোনাভাইরাস পাওয়া গিয়েছে। প্রশ্ন উঠে যায়, মুম্বইয়ে কি এই অবস্থায় ম্যাচ করা সম্ভব হবে? বিশেষ করে যেখানে মহারাষ্ট্রে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ১০টি আইপিএল ম্যাচ হওয়ার কথা মু্ম্বইয়ে। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংসের মতো দলগুলো মুম্বইয়েই অনুশীলন করছে। যদিও তাদের কেউ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও যায়নি।
পরিস্থিতি দেখে ভারতীয় বোর্ড দুটি কেন্দ্রকে তৈরি থাকতে বলেছে বিকল্প হিসেবে। সেগুলি হল হায়দরাবাদ এবং ইনদওর। এর মধ্যে হায়দরাবাদের আইপিএল দল থাকলেও ইনদওরের কোনও দল নেই। সন্ধ্যায় অবশ্য ছবিটা একটু বদলেছে। জানা গিয়েছে, ভারতীয় বোর্ড এখনও আশাবাদী মুম্বইয়ে ম্যাচ করার ব্যাপারে। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘হ্যাঁ, হায়দরাবাদকে আমরা একটা বিকল্প কেন্দ্র হিসেবে ভেবে রেখেছি। তবে এই মুহূর্তে মুম্বই থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার কথা ভাবছি না।’’