Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Davis Cup

ডেভিস কাপে নাগালের হাত ধরে সমতা ফেরাল ভারত

দ্বিতীয় সিঙ্গলসে বিশ্বের ১৫৬ নম্বর সুমিত নাগাল ৬-৩, ৬-৩ ফলে হারান বিশ্ব ক্রমপর্যায়ে ৭৭৯ নম্বরে থাকা অ্যাডাম মাউন্ডারকে। যে জয়ে সমতা ফেরায় ভারতীয় দল।

sumit nagal.

সুমিত নাগাল। ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৭
Share: Save:

লজ্জার হাত থেকে ভারতীয় দলকে বাঁচিয়ে দিলেন সুমিত নাগাল। শনিবার লখনউয়ে ডেভিস কাপে মরক্কোর বিরুদ্ধে ‘ওয়ার্ল্ড গ্রুপ টু’ এর টাইয়ে দিনের শেষে স্কোর ১-১। প্রথম ম্যাচে অভিষেক হওয়া শশীকুমার মুকুন্দ তৃতীয় সেটে খোঁড়াতে খোঁড়াতে কোর্ট ছেড়ে যেতে বাধ্য হন। তখন ম্যাচের স্কোর শশীর পক্ষে ৭-৬ (৪), ৫-৭, ১-৪। ফলে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। দ্বিতীয় সিঙ্গলসে বিশ্বের ১৫৬ নম্বর সুমিত নাগাল ৬-৩, ৬-৩ ফলে হারান বিশ্ব ক্রমপর্যায়ে ৭৭৯ নম্বরে থাকা অ্যাডাম মাউন্ডারকে। যে জয়ে সমতা ফেরায় ভারতীয় দল।

বাতাসে আর্দ্রতা বেশি ছিল। তার মধ্যে আবার কিছুক্ষণের জন্য বৃষ্টি হওয়ায় আরও সমস্যা বাড়ে। দুই খেলোয়াড়ের জন্যই লড়াইটা টেনিসের পাশাপাশি অনেকটা ফিটনেসেরও হয়ে দাঁড়ায়। রবিবার রোহন বোপান্না ডাবলসে ডেভিস কাপে তাঁর শেষ ম্যাচ খেলতে নামবেন য়ুকি ভামব্রির সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Davis Cup India Sumit Nagal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE