অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে অনুশীলনে নেমে পড়লেন তিনি।
গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হারের পরে আর বাইশ গজে দেখা যায়নি ধোনিকে। মাঝে ঝাড়খণ্ড রঞ্জি দলের সঙ্গে কয়েক দিন অনুশীলন করেছিলেন ‘ক্যাপ্টেন কুল’। তার পরে আবার দূরে সরে যান ক্রিকেট থেকে। সোমবার চেন্নাই সুপার কিংসের হয়ে অনুশীলনে নেমে পড়লেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক।
ধোনির পা চেন্নাইয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় লেখা হতে থাকে, ‘‘চেন্নাইয়ে নামল হেলিকপ্টার।’’ এ দিন বিকেলে যখন সিএসকের টিম বাস মাঠের দিকে যাচ্ছে, পাশে যেতে দেখা যায় ভক্তদের অভিনব মোটরবাইক মিছিল। জানলার পাশে বসে থাকা ধোনির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ভক্তরা। পরে তাঁরা ছবি টুইট করে লেখেন, ‘‘বাসের প্রিয় সিটে আবার দেখা গেল মাহিকে।’’