Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ধোনিকে কুড়ি কোটি টাকা প্রতারণার অভিযোগ

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক নাকি কুড়ি কোটি টাকার প্রতারণার শিকার! অভিযোগের আঙ্গুল অস্ট্রেলিয়ায় যে ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা দিকে, তাদের সঙ্গে আবার দিন দুই আগেই লগ্নিকারী ও উপদেষ্টা হিসাবে যুক্ত হয়েছেন স্বয়ং সচিন তেন্ডুলকর।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০৩:৪০
Share: Save:

ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক নাকি কুড়ি কোটি টাকার প্রতারণার শিকার!

অভিযোগের আঙ্গুল অস্ট্রেলিয়ায় যে ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা দিকে, তাদের সঙ্গে আবার দিন দুই আগেই লগ্নিকারী ও উপদেষ্টা হিসাবে যুক্ত হয়েছেন স্বয়ং সচিন তেন্ডুলকর।

‘স্পার্টান স্পোর্টস’ নামে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে এনডোর্সমেন্ট চুক্তি করেও তারা তাঁকে প্রাপ্য টাকা দিচ্ছে না। ভারতের ওয়ান ডে ও টি-টোয়েন্টি অধিনায়ক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও বিপণনের দুনিয়ায় তাঁর চাহিদা এখনও তুঙ্গে। ধোনি শুধুমাত্র তাদের ব্যাট ব্যবহার করবেন বলে ২০১৩-য় তিন বছরের বিশেষ চুক্তি করেছিল স্পার্টান। রয়্যালটির টাকা যোগ করলে যে চুক্তির মূল্য দাঁড়ায় কুড়ি কোটি টাকায়। যা কিস্তিতে পাওয়ার কথা ছিল ধোনির। কিন্তু মাত্র চার কিস্তির পর সংস্থাটি নাকি আর কোনও টাকা দিচ্ছে না।

ধোনির সমস্ত এনডোর্সমেন্টের দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট সংস্থা রীতি স্পোর্টসের প্রধান অরুণ পাণ্ডে এ দিন বলেন, ‘‘অস্ট্রেলীয় কোম্পানি চুক্তি ভঙ্গ করেছে। ওরা শর্ত মেনে টাকা না দেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। তবে দেখা যাক কী হয়। আশা করি আর কিছু দিনেই একটা সমাধান বের করা যাবে।’’ শোনা যাচ্ছে সমস্যার সমাধানে আদালতেও যেতে পারে রিথি স্পোর্টস। স্পার্টানের ম্যানেজিং ডিরেক্টর কুণাল শর্মার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করে লাভ হয়নি। প্রসঙ্গত, এই সংস্থার সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে যুক্ত আছেন ক্রিস গেইল, মাইকেল ক্লার্ক, মিচেল জনসন থেকে ভিভিয়ান রিচার্ডস পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhoni 20 crores
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE