বেশ ছুটির মেজাজেই রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। একে তো সামনে কোনও ওয়ান ডে সিরিজ নেই। আবার সেই চ্যাম্পিয়ন্স লিগ। তার মাঝে রয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। টেস্ট থেকেই আগেই অবসর নিয়েছেন। আর এ বার খেলা না ছাড়লেও অধিনায়কত্ব ছেড়ে অনেকটাই হালকা মেজাজে রয়েছেন ধোনি। বিরাট কোহালির অধিনায়কত্বে জমিয়ে ব্যাটও করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ সিরিজে খেলার পর এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পাহাড়ে পৌঁছে গেলেন ধোনি।
আরও খবর: সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝগড়া জুড়ে দিলেন শ্রীসন্থ-আকাশ চোপড়া
ধোনির পছন্দের হিল স্টেশন মুসৌরি। সময় পেলেই চলে যান। এমন কী যখন সাক্ষী মালিকের লুকিয়ে প্রেম পর্ব চালাচ্ছেন তখনও নাকি ডেটিংয়ে যেতেন মুসৌরিতেই। বিয়েটাও সেরেছিলেন দেহরাদুনে। এ বার কন্যা জিভাকে সঙ্গে নিয়ে ধোনি-সাক্ষী পৌঁছে গেলেন তাঁদের অতি পরিচিত মুসৌরিতে। যেখানে রয়েছে তাঁদের দু’জনের প্রেমপর্বের অনেক স্মৃতি। সেখানেই মেয়ে জিভার দু’বছরের জন্মদিন পালন করবেন ধোনি দম্পতি। সঙ্গে জমিয়ে কিছুদিন চেনা জগতের বাইরে ছুটি কাটানো। যদিও তাঁর হোটেলের বাইরে জমতে শুরু করেছেন সমর্থকরা। ধোনিকে এক ঝলক দেখে নেওয়ার জন্য।
ডিসেম্বরে বড়দিনের ছুটি কাটাতে বিরাট-অনুষ্কাও বেছে নিয়েছিলেন মুসৌরিকেই। সচিন তেন্ডুলকরেরও পছন্দের হলিডে ডেস্টিনেশনের একটি এই শৈল শহর।