Advertisement
E-Paper

ক্রিকেটের বাইরে ধোনি আবার ফিরবেন জানুয়ারিতে

কোথায় ধোনি? কীই বা করছেন? মাঝে মাঝে দেখা যাচ্ছে আইএসএল-এর আসরে। কিন্তু ক্রিকেটে তাঁর দেখা নেই। যখন জাতীয় দলের বাইরের প্লেয়াররা র়ঞ্জি ট্রফি খেলতে ব্যস্ত তখন তখন ধোনি নেই ক্রিকেটের ধারে কাছেও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ২৩:৩৭
মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

কোথায় ধোনি? কীই বা করছেন? মাঝে মাঝে দেখা যাচ্ছে আইএসএল-এর আসরে। কিন্তু ক্রিকেটে তাঁর দেখা নেই। যখন জাতীয় দলের বাইরের প্লেয়াররা র়ঞ্জি ট্রফি খেলতে ব্যস্ত তখন তখন ধোনি নেই ক্রিকেটের ধারে কাছেও। ধোনি শেষ খেলেছেন বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৯ অক্টোবর। তার পর কেটে গিয়েছে অনেকটা সময়। আবার ভারত একদিনের ম্যাচ খেলবে ১৫ জানুয়ারি পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রায় আড়াই মাস পর আবার খেলতে নামবেন ক্যাপ্টেন কুল। যদিও বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী আহত প্লেয়ারদের অন্তত একটা প্রথম শ্রেনীর ম্যাচ খেলে জাতীয় দলে ঢুকতে হয়। কিন্তু ধোনির জন্য তেমন কোনও নিয়ম নেই।

এই মুহূর্তে ওয়ান ডে না থাকায় দলের বাইরে তিনি। কারণ আগেই টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিয়েছিলেন তিনি। ২০১৫ তেও অবশ্য ধোনি অস্ট্রেলিয়া সফরের আগে বিজয় হাজারে ট্রফি খেলে জাতীয় দলে ফিরেছিলেন। এই বছর হাজারে ট্রফি শুরু হবে ফেব্রুয়ারির শেষে। তখন শেষ হয়ে যাবে ইংল্যান্ড সিরিজ। যদিও এই মুহূর্তে র়ঞ্জি ট্রফি চলছে কিন্তু ধোনির খেলার কোনও সম্ভাবনার কথা শোনা যায়নি। নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেন, ‘‘আমাদের কাছে ধোনির র়়ঞ্জি ট্রফি খেলার ব্যাপারে কোনও খবর নেই। যদিও ও টেস্ট থেকে অবসর নিয়েছে। তবে আমাদের কাছে খবর রয়েছে ও ঝাড়খণ্ড দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছে।’’

ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব রাজেশ ভার্মা জানিয়েছেন, ধোনি দলের মেন্টরের ভূমিকায় রয়েছে। তিনি বলেন, ‘‘ধোনি এখন আর ক্রিকেট খেলে না। তাই ওর প্রথম শ্রেনীর ক্রিকেট খেলার প্রশ্নই উঠছে না। ও দলকে সাহায্য করছে। ও বিজয় হাজারে ট্রফিতে খেলবে।’’ দলের সঙ্গে দিল্লিও গিয়েছিলেন ধোনি। দলকে সমর্থন করতে ড্রেসিংরুমেও অনেকটা সময় কাটাতেন তিনি। দলের সঙ্গে অনুশীলনও করতেন। এ ভাবেই নিজেরে ম্যাচ ফিট রেখেছেন মহেন্দ্র সিংহ ধোনি।

আরও খবর

মুম্বই টেস্টে লোকেশ ফিরলেও ফেরা হচ্ছে না ঋদ্ধিমানের

Mahendra Singh Dhoni One Day Series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy