Advertisement
E-Paper

জিম্বাবোয়েতে আজ নতুন চ্যালেঞ্জের সামনে ধোনি

ধিনায়কের ওয়ান ডে খেলার অভিজ্ঞতা ২৭৫টি ম্যাচের। আর দলের বাকিরা? সবার কেরিয়ার মিলিয়ে সংখ্যাটা ৮৩! মহেন্দ্র সিংহ ধোনির নতুন চ্যালেঞ্জ এটাই। একদল আনকোরা তরুণ প্লেয়ারকে নিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ০৯:৪১
হারারের নেটে ধোনি। ছবি: বিসিসিআই।

হারারের নেটে ধোনি। ছবি: বিসিসিআই।

অধিনায়কের ওয়ান ডে খেলার অভিজ্ঞতা ২৭৫টি ম্যাচের। আর দলের বাকিরা? সবার কেরিয়ার মিলিয়ে সংখ্যাটা ৮৩!

মহেন্দ্র সিংহ ধোনির নতুন চ্যালেঞ্জ এটাই। একদল আনকোরা তরুণ প্লেয়ারকে নিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে। শনিবার যা শুরু হচ্ছে হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ান ডে-তে। এর আগে ভারতের ২০১০, ২০১৩ আর ২০১৫ জিম্বাবোয়ে সফরের সঙ্গে এ বার একটাই পার্থক্য— এ বার দলে ধোনি আছেন। দীর্ঘ এগারো বছর পরে যিনি আফ্রিকার দেশটিতে খেলবেন।

দ্বিতীয় সারির দল নিয়েই ২০১৩ আর ২০১৫-তে ভারত পরপর ৫-০ আর ৩-০ হারিয়েছিল জিম্বাবোয়েকে। এ বারও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ধোনিদের দিকে পাল্লা ভারী। তবে তাঁর স্পেশ্যালিস্ট ওয়ান ডে প্লেয়ারদের বেশির ভাগই নেই দলে। এই অবস্থায় কতটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন, সেটাই দেখার।

জিম্বাবোয়ে এর আগে ওয়ান ডে ম্যাচ খেলেছে ছ’মাস আগে। তা-ও আবার আফগানিস্তানের বিরুদ্ধে। ২-৩ সিরিজটা হেরেছিল তারা। তবে এ বার ভুসি সিবান্ডা, শন উইলিয়ামসের মতো অভিজ্ঞ প্লেয়ারদের দলে ফিরে আসাটা তাদের জন্য ভাল খবর।

ধোনির হাতে অবশ্য দু’জন বিশেষজ্ঞ ওপেনার আছেন। বিদর্ভের ফৈজ ফয়জল আর লোকেশ রাহুল। শনিবারই যাঁদের ওয়ান ডে-তে ওপেনার জুটি হিসেবে অভিষেক হতে পারে। এর আগের ওয়ান ডে ইনিংসে সিডনিতে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা মণীশ পাণ্ডে নামতে পারেন তিনে। মিডল অর্ডারে কর্নাটকের করুণ নায়ার খেলতে পারেন। সঙ্গে অম্বাতি রায়ডু আর ধোনি আছেন। বোলিং বিভাগে সিম বোলিং অলরাউন্ডারের জায়গায় ঋষি ধবন এবং বিশেষজ্ঞ স্পিনার হিসেবে অক্ষর পটেল নামতে পারেন। বাঁ-হাতি পেসারের জায়গায় লড়াই বারিন্দর স্রান ও জয়দেব উনাদকাটের।

হারারেতে ভারতের হার-জিতের রেকর্ড ১৩-৫। যার মধ্যে এগারোটা জয়ই ভারতের এসেছে জিম্বাবোয়েকে হারিয়ে। এ বার দেখার সংখ্যাটা শনিবারই ধোনিরা ১৪-৫ করতে পারেন কি না।

বেয়ারস্টোর রেকর্ড: জনি বেয়ারস্টোর অপরাজিত সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে চারশোর গণ্ডি পেরোল ইংল্যান্ড। ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডের উইকেটকিপারদের মধ্যে এ দিন সর্বোচ্চ রান করলেন বেয়ারস্টো (১৬৭ ন.আ)। শেষ পর্যন্ত ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪১৬ রানে। অ্যালিস্টার কুকের ৮৫ ছাড়া হাফসেঞ্চুরি ক্রিস ওকসের (৬৬)। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের শেষে ১৬২-১ তুলেছে। ক্রিজে আছেন কৌশল সিলভা (৭৯ ব্যাটিং) এবং কুশল মেন্ডিস (২৫ ব্যাটিং)। তবে ব্যাট হাতে দিনের নায়ক হলেও শ্রীলঙ্কার ওপেনার করুনারত্নের ক্যাচও এ দিন ফস্কান বেয়ারস্টো।

আজ টিভিতে

জিম্বাবোয়ে-ভারত

প্রথম ওয়ান ডে

বেলা ১২-৩০, টেন ৩

Dhoni India-Zimbabwe Oneday Series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy