Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ঢাকার ডায়েরি

মুস্তাফিজুর রহমানের সঙ্গে মীরপুর মাঠে ধাক্কা লাগার খেসারত দিতে হল মহেন্দ্র সিংহ ধোনিকে। এ দিন সকালে ভারত অধিনায়ক, টিম ডিরেক্টর রবি শাস্ত্রী এবং ম্যানেজার বিশ্বরূপ দে-কে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পরে বাংলাদেশ পেসার মুস্তাফিকুরকেও ডাকা হয়। শেষ পর্যন্ত ধোনিকে পঁচাত্তর শতাংশ এবং মুস্তাফিজুরের পঞ্চাশ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়।

ভারত বধের উল্লাস। ছবি এএফপি।

ভারত বধের উল্লাস। ছবি এএফপি।

রাজর্ষি গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ১৬:৩৩
Share: Save:

জরিমানা ধোনির
মুস্তাফিজুর রহমানের সঙ্গে মীরপুর মাঠে ধাক্কা লাগার খেসারত দিতে হল মহেন্দ্র সিংহ ধোনিকে। এ দিন সকালে ভারত অধিনায়ক, টিম ডিরেক্টর রবি শাস্ত্রী এবং ম্যানেজার বিশ্বরূপ দে-কে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পরে বাংলাদেশ পেসার মুস্তাফিকুরকেও ডাকা হয়। শেষ পর্যন্ত ধোনিকে পঁচাত্তর শতাংশ এবং মুস্তাফিজুরের পঞ্চাশ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়।


তাসকিনের উত্‌সব
মাঠে ছবিটা গত কাল অনেকেই দেখেছেন। ভারতের শেষ উইকেট পড়ার পর বাংলাদেশ অধিনায়ক মাশরফি মর্তুজার সঙ্গে তাসকিন আহমেদের সঙ্গে চেস্ট বাম্প। শুক্রবার সকালে টিম হোটেলে যা নিয়ে তাসিকন বললেন, ওটা নাকি করা হবে আগেভাগে ঠিক ছিল। অধিনায়ক মাশরফি আগেই তাসকিনকে বলে রেখেছিলেন যে, জিতলেই চেস্ট বাম্প হবে।

শৃঙ্খলাতেই কিস্তিমাত

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে জয়ের পিছনে যে ব্যাপারটাকে সবচেয়ে বেশি তুলে আনছে বাংলাদেশ ক্রিকেটমহল। যে শৃঙ্খলার বেষ্টনী আমদানি করেছেন বাংলাদেশ প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বলা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটে এর আগে এতটা শৃঙ্খলার ব্যাপার-স্যাপার ছিল না। তারকা ক্রিকেটারদের জন্য নাকি অনেক ছাড় থাকত। কিন্তু নাজমুল হাসান আসার পর যা বদলে গিয়েছে। প্রথমেই অভব্য আচরণের জন্য বাংলাদেশ ক্রিকেটের মেগাতারকা সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছিলেন। টিমের মধ্যে এই বিশ্বাসটাও ঢুকিয়ে দিয়েছিলেন যে, এই টিমে সবাই সমান। যে যত বড় ক্রিকেটারই হোক, তাকে নিয়ম মেনে চলতে হবে। যা টিমকেও একসূত্রে বাঁধতে সাহায্য করেছে।

মওকার প্রতিবাদ

মীরপুর স্টেডিয়ামে হওয়া বাংলাদেশ জনতার পাল্টা বিদ্রূপের প্রতিবাদ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এ দিন তিনি বলে দেন, “এ সব আমরা মোটেই পছন্দ করি না। খেলাটাকে খেলার মতোই রাখা উচিত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE