বোল্টের উৎসব
রিওয় সোনার হ্যাটট্রিকের পরও উৎসব বাকি থাকছে উসেইন বোল্টের। শোনা যাচ্ছে বাবা হতে চলেছেন তিনি। তাঁর বান্ধবী কাসি বেনেট নাকি সন্তানসম্ভবা। ২৬ বছরের কাসি জামাইকারই মেয়ে। গত রবিবার বোল্ট ১০০ মিটারে সোনা জেতার পর থেকেই জল্পনা প্রবল ভাবে ছড়ায়। তবে বোল্টের ঘনিষ্ঠমহল জানাচ্ছে জল্পনাটা সত্যি নয়। বোল্ট এবং কাসি নাকি সে ভাবে মেলামেশা শুরুই করেননি।
সাইনার অস্ত্রোপচার
পায়ের ছবি টুইট করলেন সাইনা।

হাঁটুর চোটে অলিম্পিক্সে হেরে গিয়েছিলেন গ্রুপ পর্যায়েই। রিওতে আসার আগেই যে চোট লেগেছিল তাঁর। সাইনা নেহওয়ালের। পরে জানিয়েছিলেন চোট সারাতে অস্ত্রোপচার করতে হবে। শনিবার মুম্বইয়ের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর চার মাসের জন্য কোর্টের বাইরে চলে যেতে পারেন সাইনা। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সাইনার বাবা বলেছেন চিকিৎসকরা সাইনাকে তিন থেকে চার মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে।
ভারতের হতাশা
রিও অলিম্পিক্সে ফের হতাশার দিন কাটল ভারতের। মেয়েদের চারশো মিটারের রিলে টিম শেষ করল ১৩ নম্বরে। টিন্টু লুকা, নির্মলা, রাজু পুভাম্মা এবং অনিল্ডা টমাস ইভেন্টের হিটেই ছিটকে যান। অন্য দিকে ছেলেদের রিলে টিম শেষ হিটে সাত নম্বরে শেষ করলেও পরে ডিসকোয়ালিফাই হয়ে যায়। ব্যাটন বদল করার সময় ভুল করায়। গল্ফেও ভারতের হতাশা কাটেনি। অদিতি অশোক শেষ করেন ৪১ নম্বরে। প্রথম দুই রাউন্ডে পদকের আশা জাগিয়েছিলেন তিনি। সব মিলিয়ে স্কোর দাঁড়ায় সাত ওভার ২৯১।
ইসিনবায়েভার অবসর
রিওতে নামতে পারেননি। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার নিষেধাজ্ঞা থাকায়। এক রাশ হতাশা নিয়ে তাই অবসর নিলেন পোল্ট ভোল্টের রানি ইয়েলেনা ইসিনবায়েভা। কন্যার জন্ম দেওয়ায় বেশ কিছুদিন প্রতিযোগিতায় নামতে পারেননি। তিন বছর পর গত জুনে ৪.৯০ মিটার পার করেছিলেন। রিওতে লক্ষ্য ছিল ৫.১০ মিটার। যা তাঁর বিশ্বরেকর্ডের থেকে চার সেন্টিমিটার বেশি। কিন্তু সেই আশা পূরণ হল না।