ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা তিনি। কিন্তু ফুটবলের সঙ্গে যেন তাঁর ছিল আত্মিক যোগ। বুধবার সকাল সাড়ে সাতটায় মুম্বইয়ে ৯৮ বছর বয়সি দিলীপ কুমারের প্রয়াণের খবর শুনে শোকস্তব্ধ ভারতীয় ফুটবলের দুই তারকা গৌতম সরকার ও সমরেশ চৌধুরী।
মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়ামে রোভার্স কাপের ম্যাচ দেখতে নিয়মিত আসতেন ফুটবলপ্রেমী দিলীপ কুমার। সেই স্মৃতি এখনও উজ্জ্বল হয়ে রয়েছে গৌতমের স্মৃতিতে। ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার বলছিলেন, “আমি তখন মোহনবাগানে খেলি। রোভার্স কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা ছিল। স্ত্রী সায়রা বানুকে নিয়ে খেলা দেখতে এসেছিলেন দিলীপ কুমার। আমার কর্নার কিক দেখে আনন্দে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছিলেন।” যোগ করলেন, “আমি গোল করতে পারিনি ঠিকই। কিন্তু বাঁক খাওয়ানো কর্নার কিক দেখেই আপ্লুত হয়ে জড়িয়ে ধরেছিলেন আমাকে। আমার জীবনের সেরা প্রাপ্তি। ফুটবলের প্রতি ওঁর ভালাবাসা ছিল খাঁটি। শত ব্যস্ততার মধ্যেও রোভার্স কাপের ম্যাচ দেখতে ঠিক হাজির হয়ে যেতেন কুপারেজ স্টেডিয়ামে। দিলীপ কুমারের শূন্যস্থান কখনও পূরণ হবে না।”
দিলীপ কুমারের অভিনয় দেখেই যে তিনি অনুপ্রাণিত হতেন, খোলাখুলি জানালেন গৌতম। বলছিলেন, “সিনেমায় কখনও মনে হত না যে, অভিনয় করছেন। এটাই আমাকে প্রেরণা জোগাত।”