Advertisement
০৪ মে ২০২৪

টালিগঞ্জে দীপেন্দু

লক্ষ্য আড়াইশোতম গোলের মালিক হওয়া। আর সেই লক্ষ্যেই চলতি মরসুমে টালিগঞ্জ অগ্রগামীর জার্সি পরলেন দীপেন্দু বিশ্বাস।

টালিগঞ্জ অগ্রগামীর প্র্যাকটিসে কোচ রঞ্জন চৌধুরির সঙ্গে দীপেন্দু বিশ্বাস। শুক্রবার। —নিজস্ব চিত্র।

টালিগঞ্জ অগ্রগামীর প্র্যাকটিসে কোচ রঞ্জন চৌধুরির সঙ্গে দীপেন্দু বিশ্বাস। শুক্রবার। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:৪১
Share: Save:

লক্ষ্য আড়াইশোতম গোলের মালিক হওয়া। আর সেই লক্ষ্যেই চলতি মরসুমে টালিগঞ্জ অগ্রগামীর জার্সি পরলেন দীপেন্দু বিশ্বাস। একই সঙ্গে টিমের সহকারী কোচের দায়িত্বও সামলাবেন তিনি। শুক্রবারই রবীন্দ্র সরোবরে টালিগঞ্জ কোচ রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দীপেন্দু বলেন, ‘‘পাঁচটা গোল করলেই আড়াইশো গোল হবে। আশা করি রঞ্জনদাকে সেটা উপহার দিতে পারব।’’ কোচ রঞ্জনও বলছেন, ‘‘দীপেন্দুর গোলের জন্য ছটফটানি আমার টিমকে মজবুত করবে।’’ এ দিনই টালিগঞ্জে সই করলেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার সুবোধ কুমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tollygunj agragami dipendu biswas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE